Ajker Patrika

ইসি গঠন নয়, রাজনীতিতে প্রধান সংকট নির্বাচনকালীন সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ০৯
ইসি গঠন নয়, রাজনীতিতে প্রধান সংকট নির্বাচনকালীন সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক যে সংকট, সেটি কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করারও সংকট নয়। প্রধান যে সংকট, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে সেটি। যদি আওয়ামী লীগ সরকার থাকে, তাহলে সেই নির্বাচনের কোনো মূল্যই হতে পারে না, অর্থই হতে পারে না।’

আজ শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়া শেষে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকার থাকতে হবে, যারা নিরপেক্ষভাবে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করি এই নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’ 

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্দী বা সাজার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা এবং সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কারণেই এ ধরনের অবস্থা তৈরি করে রেখেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত