Ajker Patrika

বিএনপি হতাশ হলে সরকারের কী আসে যায়, মঈন খানের প্রশ্ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪: ৪৬
বিএনপি হতাশ হলে সরকারের কী আসে যায়, মঈন খানের প্রশ্ন 

বিএনপিকে নিয়ে করা ক্ষমতাসীনদের সমালোচনার জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘সরকার তো পরাক্রমশালী। তো আমরা (বিএনপি) হতাশ হয়েছি, না কী হয়েছি, তাতে সরকারের কী আসে যায়? বিএনপি যদি হতাশ হয়ে থাকে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যদি পরিচালনা করতে না পেরে থাকে, তাতে সরকারের ভয়টা কিসের?’ 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘সরকার এত কথা, এত সমালোচনা বিরোধী দলকে নিয়ে কেন করছে, এটাই তো আমরা বুঝি না। যদি সরকার সবকিছু নিয়ম মোতাবেক করে থাকে, ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে। তাহলে বিরোধী দল কী করল, না করল সেটা নিয়ে তো তাদের চিন্তার অবকাশ থাকার কথা নয়। প্রতিদিন, প্রতি মুহূর্তে বিরোধী দল এই করেছে, বিরোধী দল সেই করেছে, বিরোধী দল এটা করতে পারেনি, বিরোধী দল সেটা করতে পারেনি, ২৪ ঘণ্টাই এসব কথা কেন তারা বলছে?’

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘এটা প্রমাণিত সত্য, সরকার জানে যে তাদের পায়ের তলায় মাটি নেই। তারা গায়ের জোরে একটা নির্বাচনের মহড়া দিয়ে নির্বাচিত হয়ে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত