নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন কয়েকজন ছাড়াও সারা দেশে বেশ কিছু বিশৃঙ্খলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলছেন, আটকের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে, যেখানেই বিশৃঙ্খলা দেখা দেবে সেখানেই আটক করা হবে।
কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগের পর বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সারা দেশে বেশ কিছু বিশৃঙ্খলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, আটক প্রক্রিয়া অব্যাহত থাকবে। যেখানেই বিশৃঙ্খলা দেখা দেবে সেখানেই আটক করা হবে। আমরা চাই সুনির্দিষ্টভাবে যারা জড়িত ছিল বা উসকানিতে ছিল তাদেরকে আটক করতে।’
নিরাপত্তা বাহিনী কুমিল্লার ঘটনা তদন্ত করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদপুরের হাজীগঞ্জে চারজন মানুষের নিহত হওয়ার দৃশ্য দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাশখালীসহ বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা নিয়ন্ত্রণের জন্য সারা রাত কাজ করেছেন। যে চারজন নিহত হয়েছে সেখানে যদি কারও গাফিলতি থেকে থাকে আমরা সেটাও দেখছি।
‘আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলক কোনো স্বার্থান্বেষী মহল, কোনো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীর কর্ম। তদন্ত শেষে আমরা আপনাদেরকে সমস্ত ঘটনা জানাতে পারব। ইতিমধ্যে আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই যেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদেরকে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছেন।’
কুমিল্লার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আমরা অবশ্যই খুঁজে বের করব। কয়েকজনকে চিহ্নিত করেছি। আমরা মনে করছি খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। সেই জায়গায় আমরা কঠোর অবস্থায় রয়েছি।
‘আমরা স্পষ্ট করে বলতে পারি যারা ধর্মকর্ম করে, যারা ধর্মকর্মে বিশ্বাস করে তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না। আমাদের দেশে যে সাম্প্রতিক মেলবন্ধন আছে, সেটা বিনষ্ট করার জন্য একটা প্রচেষ্টা বলে আমরা মনে করি। যদি কেউ উসকানি দিয়ে থাকেন বা কেউ যদি জড়িত থেকে ষড়যন্ত্র করে থাকেন তাকেও আইনের আওতায় নিয়ে আসব।’
নির্দেশনার পরেও অনেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়নি জানিয়ে কামাল বলেন, আমি আবার আহ্বান করছি, সমস্ত পুজা মণ্ডপে সিসি টিভি এবং নিজস্ব ভোলান্টিয়ার নিয়োগ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য সবাই ধৈর্য সহকারে, মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন।
ফেসবুকে পুলিশের পক্ষ থেকে ভুয়া ‘পূজা বন্ধের নির্দেশনা’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশনা দেইনি। যারা এই ধরনের অপচেষ্টা করছেন বা করে যাচ্ছেন তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা এই ধরনের অপচেষ্টা করতে লিপ্ত হতে দেব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব না ছড়ায়।
বিজিবি মোতায়েন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। যদি মনে করা হয় বিশৃঙ্খলা হতে পারে তখন ডিসির অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বিজিবি মাঠে নামে।
কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন কয়েকজন ছাড়াও সারা দেশে বেশ কিছু বিশৃঙ্খলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলছেন, আটকের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে, যেখানেই বিশৃঙ্খলা দেখা দেবে সেখানেই আটক করা হবে।
কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগের পর বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সারা দেশে বেশ কিছু বিশৃঙ্খলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, আটক প্রক্রিয়া অব্যাহত থাকবে। যেখানেই বিশৃঙ্খলা দেখা দেবে সেখানেই আটক করা হবে। আমরা চাই সুনির্দিষ্টভাবে যারা জড়িত ছিল বা উসকানিতে ছিল তাদেরকে আটক করতে।’
নিরাপত্তা বাহিনী কুমিল্লার ঘটনা তদন্ত করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদপুরের হাজীগঞ্জে চারজন মানুষের নিহত হওয়ার দৃশ্য দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাশখালীসহ বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা নিয়ন্ত্রণের জন্য সারা রাত কাজ করেছেন। যে চারজন নিহত হয়েছে সেখানে যদি কারও গাফিলতি থেকে থাকে আমরা সেটাও দেখছি।
‘আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলক কোনো স্বার্থান্বেষী মহল, কোনো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীর কর্ম। তদন্ত শেষে আমরা আপনাদেরকে সমস্ত ঘটনা জানাতে পারব। ইতিমধ্যে আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই যেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদেরকে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছেন।’
কুমিল্লার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আমরা অবশ্যই খুঁজে বের করব। কয়েকজনকে চিহ্নিত করেছি। আমরা মনে করছি খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। সেই জায়গায় আমরা কঠোর অবস্থায় রয়েছি।
‘আমরা স্পষ্ট করে বলতে পারি যারা ধর্মকর্ম করে, যারা ধর্মকর্মে বিশ্বাস করে তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না। আমাদের দেশে যে সাম্প্রতিক মেলবন্ধন আছে, সেটা বিনষ্ট করার জন্য একটা প্রচেষ্টা বলে আমরা মনে করি। যদি কেউ উসকানি দিয়ে থাকেন বা কেউ যদি জড়িত থেকে ষড়যন্ত্র করে থাকেন তাকেও আইনের আওতায় নিয়ে আসব।’
নির্দেশনার পরেও অনেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়নি জানিয়ে কামাল বলেন, আমি আবার আহ্বান করছি, সমস্ত পুজা মণ্ডপে সিসি টিভি এবং নিজস্ব ভোলান্টিয়ার নিয়োগ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য সবাই ধৈর্য সহকারে, মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন।
ফেসবুকে পুলিশের পক্ষ থেকে ভুয়া ‘পূজা বন্ধের নির্দেশনা’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশনা দেইনি। যারা এই ধরনের অপচেষ্টা করছেন বা করে যাচ্ছেন তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা এই ধরনের অপচেষ্টা করতে লিপ্ত হতে দেব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব না ছড়ায়।
বিজিবি মোতায়েন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। যদি মনে করা হয় বিশৃঙ্খলা হতে পারে তখন ডিসির অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বিজিবি মাঠে নামে।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১৩ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১৩ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১৫ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১৮ ঘণ্টা আগে