নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গানে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপির মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না, অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।
বর্তমান সরকার ডেঙ্গুর চেয়ে ভয়ংকর—এমন মন্তব্য করে সরকারপতনে সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘একদিকে ডেঙ্গু মশা তাড়ানোর জন্য আমাদের জনগণকে সচেতন করতে হবে। অন্যদিকে সর্বশক্তি প্রয়োগ করে এই ভয়াবহ দানবকে (সরকার) সরানোর ব্যবস্থা করতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে ফখরুল বলেন, এই সরকার একটা ব্যর্থ সরকার। এখানে সিটি করপোরেশনের যে দুজন মেয়র আছেন, তাঁরা জোর করে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁরা এডিস মশা নিধনের নামে যে ওষুধগুলো আনেন বাইরে থেকে, সেখানেও চুরি করেন। তাঁদের প্রধান লক্ষ্য একটাই, সেটা হলো চুরি করা। সবকিছুর মূলে তাঁদের চুরি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গানে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপির মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না, অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।
বর্তমান সরকার ডেঙ্গুর চেয়ে ভয়ংকর—এমন মন্তব্য করে সরকারপতনে সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘একদিকে ডেঙ্গু মশা তাড়ানোর জন্য আমাদের জনগণকে সচেতন করতে হবে। অন্যদিকে সর্বশক্তি প্রয়োগ করে এই ভয়াবহ দানবকে (সরকার) সরানোর ব্যবস্থা করতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে ফখরুল বলেন, এই সরকার একটা ব্যর্থ সরকার। এখানে সিটি করপোরেশনের যে দুজন মেয়র আছেন, তাঁরা জোর করে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁরা এডিস মশা নিধনের নামে যে ওষুধগুলো আনেন বাইরে থেকে, সেখানেও চুরি করেন। তাঁদের প্রধান লক্ষ্য একটাই, সেটা হলো চুরি করা। সবকিছুর মূলে তাঁদের চুরি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১৯ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১৯ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
২১ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১ দিন আগে