নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয় এবং বিদেশে তাদের কোনো প্রভু নেই বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর দাবি, বিদেশে বিএনপির অনেক প্রভু আছে এবং তারা যখন তখন তাদের কাছে নালিশ জানায়।
আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে হয় না।’
কাদের বলেন, ‘তিস্তা নদী পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে। কারণ এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আওয়ামী লীগের বন্ধু থাকলেও কোনো প্রভু নেই। বিদেশে বিএনপির প্রভু অনেক। প্রভুদের কাছে তারা নালিশ জানায়। আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।’
মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আজ মে দিবস পালন করছেন। এটি আজ একটি ঐক্যের দিন।’
কাদের আরও বলেন, এ দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ। সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয় এবং বিদেশে তাদের কোনো প্রভু নেই বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর দাবি, বিদেশে বিএনপির অনেক প্রভু আছে এবং তারা যখন তখন তাদের কাছে নালিশ জানায়।
আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে হয় না।’
কাদের বলেন, ‘তিস্তা নদী পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে। কারণ এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আওয়ামী লীগের বন্ধু থাকলেও কোনো প্রভু নেই। বিদেশে বিএনপির প্রভু অনেক। প্রভুদের কাছে তারা নালিশ জানায়। আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।’
মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আজ মে দিবস পালন করছেন। এটি আজ একটি ঐক্যের দিন।’
কাদের আরও বলেন, এ দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ। সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১৫ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১৫ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১৭ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
২০ ঘণ্টা আগে