নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার দেশের গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় লোডশেডিংয়ের প্রতিবাদে দলটির নারী কর্মীরা হাতে হারিকেন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব চমৎকার স্যুট-কোট পরে খুব সুন্দর করে বলেন, আওয়ামী লীগ যেটা করছে সেটা অতীতে কখনো হয়নি। আপনি তো আজকে গোটা সড়ক ব্যবস্থাকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘গতকালই আমাদের ছাত্ররা, এগারো জন্য ছাত্র তাঁরা মাইক্রোবাসে করে যাচ্ছিল। ট্রেন এসে মেরে দিয়ে তাদের সবাইকে হত্যা করেছে। এ রকম অসংখ্য নজির প্রতিদিন আমরা দেখতে পাই।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের চুরি, ডাকাতি, লোভের কারণে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, ব্যাংকিং ব্যবস্থা একদম রসাতলে চলে গেছে।
বিএনপি ক্ষমতায় আসলে এসব নৈরাজ্য থাকবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের আন্দোলনে যদি জয়লাভ করি, যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই এসব সমস্যার সমাধান করব। এই দেশকে সত্যিকার অর্থেই একটা জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।’
লোডশেডিং প্রসঙ্গে ফখরুল বলেন, সরকার এখন যা হিসাব দেখায়, তাতে দেখা যায় যে, প্রয়োজনের অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ এখন তৈরি করেছে। কিন্তু আজকে লোডশেডিং কেন হচ্ছে, কারণ হচ্ছে দুর্নীতি, চুরি, মেগা চুরি।
সরকার দেশের গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় লোডশেডিংয়ের প্রতিবাদে দলটির নারী কর্মীরা হাতে হারিকেন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব চমৎকার স্যুট-কোট পরে খুব সুন্দর করে বলেন, আওয়ামী লীগ যেটা করছে সেটা অতীতে কখনো হয়নি। আপনি তো আজকে গোটা সড়ক ব্যবস্থাকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘গতকালই আমাদের ছাত্ররা, এগারো জন্য ছাত্র তাঁরা মাইক্রোবাসে করে যাচ্ছিল। ট্রেন এসে মেরে দিয়ে তাদের সবাইকে হত্যা করেছে। এ রকম অসংখ্য নজির প্রতিদিন আমরা দেখতে পাই।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের চুরি, ডাকাতি, লোভের কারণে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, ব্যাংকিং ব্যবস্থা একদম রসাতলে চলে গেছে।
বিএনপি ক্ষমতায় আসলে এসব নৈরাজ্য থাকবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের আন্দোলনে যদি জয়লাভ করি, যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই এসব সমস্যার সমাধান করব। এই দেশকে সত্যিকার অর্থেই একটা জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।’
লোডশেডিং প্রসঙ্গে ফখরুল বলেন, সরকার এখন যা হিসাব দেখায়, তাতে দেখা যায় যে, প্রয়োজনের অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ এখন তৈরি করেছে। কিন্তু আজকে লোডশেডিং কেন হচ্ছে, কারণ হচ্ছে দুর্নীতি, চুরি, মেগা চুরি।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
৯ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
৯ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১১ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১৪ ঘণ্টা আগে