নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১৪ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১৭ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১৮ ঘণ্টা আগে