নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিবিসিতে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শেখ হাসিনার কথা শুনে এখন ঘোড়াও হাসে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিবিসি থেকে আমাদের প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো, অভিযোগ আছে আপনার দেশেতো সুষ্ঠু নির্বাচন হয় না, নির্বাচন সুষ্ঠু করার জন্য আপনি কি পরিবেশ তৈরি করেছেন? বিরোধী দলকে সভা-সমিতি করবার জায়গা দিচ্ছেন? গ্রেপ্তার বন্ধ করেছেন? তখন তিনি বলেছেন, ‘‘আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয় তা সবচেয়ে সুষ্ঠু ও সুন্দর হয়।’’ শেখ হাসিনার কথা শুনে এখন ঘোড়াও হাসে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, শেখ হাসিনার অধীনে সবচেয়ে ভুয়া নির্বাচন হয়। তাই সারা বাংলাদেশে এখন স্লোগান একটা, শেখ হাসিনা ভুয়া। শেখ হাসিনা আজকে বাংলাদেশের মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে চাল, ডাল, তেলের দাম কমানোর জন্য আমরা আন্দোলন করছি। শেখ হাসিনা বলেছিল ১০ টাকা কেজি চাল দেবে, দিয়েছে? কৃষকদের বলেছিল বিনা পয়সায় সার দেবে। সেই সার এখন কৃষকেরা পাচ্ছে না। সারের দাম তিন গুন বেড়ে গেছে। বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। তাও মানুষ পায়নি বরং লাখ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি হয় না। ওখানে আবার আওয়ামী লীগের সিল লাগে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম একটা সুখী সুন্দর বাংলাদেশ তৈরি করব। এখানে গণতন্ত্র থাকবে। প্রতিবাদ করতে পারব, কথা বলতে পারব, সভা-সমিতি করতে পারব। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল কারণ পাকিস্তান আমাদের শোষণ করছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আওয়ামী লীগ আবারও আমাদের সেই অবস্থায় নিয়ে এসেছে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখন সময় হচ্ছে কাজের। কাজ হচ্ছে একটাই। সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা আমাদের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে।’
বরকত উল্লাহ বুলু, তাবিথ আওয়ালকে হত্যার জন্য আঘাত করে, নূরে আলম, শাওনকে হত্যা করে এই বাংলাদেশের আন্দোলনকে দমন করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। পরিষ্কার কথা, গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সকল বন্দীদের মুক্তি দিতে হবে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ প্রমুখ।
সমাবেশ উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকেই বিএনপির নেতা-কর্মীদের মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে দেখা যায়। সমাবেশ চলাকালে ও শেষে তিন দফা নিজেরদের মধ্যে হাতাহাতিতে জড়াতে দেখা গেছে বিএনপির নেতা-কর্মীদের।
বিবিসিতে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শেখ হাসিনার কথা শুনে এখন ঘোড়াও হাসে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিবিসি থেকে আমাদের প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো, অভিযোগ আছে আপনার দেশেতো সুষ্ঠু নির্বাচন হয় না, নির্বাচন সুষ্ঠু করার জন্য আপনি কি পরিবেশ তৈরি করেছেন? বিরোধী দলকে সভা-সমিতি করবার জায়গা দিচ্ছেন? গ্রেপ্তার বন্ধ করেছেন? তখন তিনি বলেছেন, ‘‘আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয় তা সবচেয়ে সুষ্ঠু ও সুন্দর হয়।’’ শেখ হাসিনার কথা শুনে এখন ঘোড়াও হাসে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, শেখ হাসিনার অধীনে সবচেয়ে ভুয়া নির্বাচন হয়। তাই সারা বাংলাদেশে এখন স্লোগান একটা, শেখ হাসিনা ভুয়া। শেখ হাসিনা আজকে বাংলাদেশের মানুষের মন থেকে অনেক দূরে চলে গেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে চাল, ডাল, তেলের দাম কমানোর জন্য আমরা আন্দোলন করছি। শেখ হাসিনা বলেছিল ১০ টাকা কেজি চাল দেবে, দিয়েছে? কৃষকদের বলেছিল বিনা পয়সায় সার দেবে। সেই সার এখন কৃষকেরা পাচ্ছে না। সারের দাম তিন গুন বেড়ে গেছে। বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। তাও মানুষ পায়নি বরং লাখ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি হয় না। ওখানে আবার আওয়ামী লীগের সিল লাগে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম একটা সুখী সুন্দর বাংলাদেশ তৈরি করব। এখানে গণতন্ত্র থাকবে। প্রতিবাদ করতে পারব, কথা বলতে পারব, সভা-সমিতি করতে পারব। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল কারণ পাকিস্তান আমাদের শোষণ করছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আওয়ামী লীগ আবারও আমাদের সেই অবস্থায় নিয়ে এসেছে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখন সময় হচ্ছে কাজের। কাজ হচ্ছে একটাই। সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা আমাদের সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে।’
বরকত উল্লাহ বুলু, তাবিথ আওয়ালকে হত্যার জন্য আঘাত করে, নূরে আলম, শাওনকে হত্যা করে এই বাংলাদেশের আন্দোলনকে দমন করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। পরিষ্কার কথা, গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সকল বন্দীদের মুক্তি দিতে হবে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ প্রমুখ।
সমাবেশ উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকেই বিএনপির নেতা-কর্মীদের মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে দেখা যায়। সমাবেশ চলাকালে ও শেষে তিন দফা নিজেরদের মধ্যে হাতাহাতিতে জড়াতে দেখা গেছে বিএনপির নেতা-কর্মীদের।
দেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
৩৭ মিনিট আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
৬ ঘণ্টা আগেসংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
৮ ঘণ্টা আগে