পুলিশের বড় কর্মকর্তারা বিএনপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন: আমিরুজ্জামান খান 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৫: ২৬
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৫: ৩৯

বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল পুলিশ বিভাগের উদ্দেশে বলেছেন, ‘এখনো সময় আছে, গ্রেপ্তার-নির্যাতন বন্ধ করুন। কারণ, আপনাদের বড় কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিরুজ্জামান খান শিমুল এসব কথা বলেন।

বিএনপিকে নেতৃত্ব শূন্য করা যাবে না জানিয়ে শিমুল বলেন, ‘পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে প্রতিটি কর্মসূচিতে অংশ নেন বিএনপির নেতা-কর্মীরা। নেতৃত্বে “এ” টিম, “বি” টিম এবং “সি” টিম রয়েছে। গ্রেপ্তার নির্যাতন করে কখনই বিএনপিকে নেতৃত্ব শূন্য করা যাবে না। যতই ছবি তুলে ঊর্ধ্বতন মহলে পাঠান, কোনো লাভ হবে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, এ সরকারের প্রতি সব ব্যবসায়ী ও বিদেশিদের বিশ্বাস উঠে গেছে। অনতিবিলম্বে এ সরকারের পদত্যাগ করিয়ে নতুন সরকার গঠন করতে পারলেই এ সমস্যার সমাধান হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহসভাপতি আলমগীর খান ছাতু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত