Ajker Patrika

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য গঠনের আহ্বান ছাত্র অধিকারের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫: ৫৭
ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য গঠনের আহ্বান ছাত্র অধিকারের

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য গঠনের জন্য সব ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ভোটাধিকার রক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। 

সংগঠনটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, ‘বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পরতে ছাত্রদের রক্তমাখা ইতিহাস লেখা রয়েছে। বাংলাদেশ এখন একটি ক্রান্তিলগ্ন পার করছে। ভোটাধিকার রক্ষা, তরুণদের কর্মসংস্থান, নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এই আওয়ামী লীগ সরকারের দ্বারা সন্ত্রাসী-চুরি-ডাকাতি ছাড়া আর কিছু সম্ভব নয়। তাই আমরা এই ভোটবিহীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাই। ফুলপরীর মতো বিবস্ত্র করে যারা ছাত্রীদের নির্যাতন করে, আবু বকর, আবরারের মতো যারা ছাত্রদের খুন করে, তাদের ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত করতে হবে।’ 

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে সাড়ে ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা, ৭০০ গুম, বিরোধী দলের লাখো নেতা-কর্মীর নামে মামলা করেছে। নাগরিকদের ভোটাধিকার হরণ, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, ব্যাংকসহ সবকিছু ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এ সময় তিন দফা দাবি পেশ করেন তিনি। দাবিগুলো হলো ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য গঠনে ছাত্র সংগঠনসমূহ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ; ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ দাবিতে সব বিরোধী দলের চলমান আন্দোলনে ছাত্রসমাজের অংশগ্রহণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। 

কর্মসূচিতে ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাব্বির হোসাইন, শাকিল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, বিজ্ঞান সম্পাদক আখতারুজ্জামান সম্রাট, মহানগর দক্ষিণ সভাপতি আসাদ বিন রনি, সেক্রেটারি অর্ণব হোসাইন, তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি, সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, বাঙলা কলেজের সেক্রেটারি আকাশ চৌধুরী, ঢাকা জেলা দক্ষিণের তাহসান খান শান্ত, আকিব হোসাইনসহ বিভিন্ন শাখার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত