ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘গত ২০০৮ এর পরে ২০১৪ ও ১৮ সালে যে নির্বাচন হলো, এতে আমি আত্মতৃপ্তি পাইনি। কারণ, আপনারা অনেকেই ভোট দিছেন। আবার অনেকেই অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন। কত কিছু করছেন। এটাতে আত্মতৃপ্তি পাওয়া যায় না।’
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমি ভালো নাকি মন্দ, আমার জাজ আমিই করবার পাইতাছি না। আমি আত্মতৃপ্তি পাই নাই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ধর্মমন্ত্রী বলেন, ‘আল্লাহ এই ভোটটা শান্তিমতো করাইছে। ২০০৮ সালে যে রকম ভোট হয়েছিল। এইবারও ওই রকম ভোট হয়েছে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না। আশা করি, ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা নৌকা প্রতীক ছাড়া দেখবেন। নির্বাচনে আওয়ামী লীগের কে দাঁড়াবে দাঁড়াক, বিএনপির কে দাঁড়াবে দাঁড়াক, জাতীয় পার্টির কে দাঁড়াবে দাঁড়াক। কমপিটিশন হবে। ওইটাই তো নির্বাচন। খেলাই তো ওইটে। সবই যদি আমিই পাই। তাহলে খেলা কীসের?’
এ সময় ধর্মমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। পরে দলীয় প্রার্থীর পক্ষে আগাম ভোট চান।
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বক্তব্য শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় শ্রোতাদের মাঝে। তবে এ নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।
জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘গত ২০০৮ এর পরে ২০১৪ ও ১৮ সালে যে নির্বাচন হলো, এতে আমি আত্মতৃপ্তি পাইনি। কারণ, আপনারা অনেকেই ভোট দিছেন। আবার অনেকেই অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন। কত কিছু করছেন। এটাতে আত্মতৃপ্তি পাওয়া যায় না।’
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমি ভালো নাকি মন্দ, আমার জাজ আমিই করবার পাইতাছি না। আমি আত্মতৃপ্তি পাই নাই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ধর্মমন্ত্রী বলেন, ‘আল্লাহ এই ভোটটা শান্তিমতো করাইছে। ২০০৮ সালে যে রকম ভোট হয়েছিল। এইবারও ওই রকম ভোট হয়েছে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না। আশা করি, ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা নৌকা প্রতীক ছাড়া দেখবেন। নির্বাচনে আওয়ামী লীগের কে দাঁড়াবে দাঁড়াক, বিএনপির কে দাঁড়াবে দাঁড়াক, জাতীয় পার্টির কে দাঁড়াবে দাঁড়াক। কমপিটিশন হবে। ওইটাই তো নির্বাচন। খেলাই তো ওইটে। সবই যদি আমিই পাই। তাহলে খেলা কীসের?’
এ সময় ধর্মমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। পরে দলীয় প্রার্থীর পক্ষে আগাম ভোট চান।
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বক্তব্য শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় শ্রোতাদের মাঝে। তবে এ নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
৫ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১১ ঘণ্টা আগে