নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বিরাজমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে দেশ সামগ্রিক ধ্বংসের দিকে যাত্রা করেছে। এর দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। বিএনপির মিডিয়া সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কঠিন সময়, শুধু বিএনপি না, সমগ্র জাতি আজকে অতিক্রম করছে। একটা দানবীয় শক্তি জোর করে ক্ষমতা দখল করে আমাদের সমস্ত অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। এই কথাগুলো নতুন নয়। আমরা অতীতে যে কথাগুলো বারবার বলে আসছি, সেই কথাগুলো আজকে প্রমাণিত হচ্ছে। যখন কোভিড হয়, তখন আমরা বলেছিলাম যে, এখনই ব্যবস্থা নেওয়া দরকার। অর্থনৈতিক সংকটকে কাটিয়ে উঠতে সে সময় দলের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম। দুর্ভাগ্যের কথা যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছেন, তখন আমাদের সেই কথাগুলোতে কর্ণপাত করেননি। আমরা বিদ্যুতের ব্যাপারে বারবার করে বলেছি এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, যাতে ভয়াবহ রকমের দুর্নীতি চলছে, যে পরিমাণ অর্থ ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এটা জনগণের ওপর একটা চরম চাপ সৃষ্টি করবে। আজকে সেই কথা প্রমাণিত হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে, সামগ্রিক একটা ধ্বংসের দিকে যাত্রা, এই যে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করে দেওয়া, এসব ঘিরে আজকে জনগণের সামনে প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আজকে সেকারণে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সকলকে, শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয় বা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে নয়, সকল শ্রেণির সকল মানুষ আজ এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাদের আজ জবাবটা চাইতে হবে।’
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে সরকার আছে, তাদের জবাবদিহিতা নেই। কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকতে আবারও একই কায়দায় তারা আরেকটা নির্বাচন করতে চায়। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, এই সরকারে অধীনে আমরা কোন নির্বাচনে যাব না। অন্য বিরোধী দলগুলোও নির্বাচনে যাবে না বলছে। আমরা আজকে আবারও পুনরাবৃত্তি করতে চাই এই সরকারকে তাদের ব্যর্থতার জন্য, জনগণের ওপর দুঃসহ যন্ত্রণা চাপিয়ে দেওয়ার অপরাধে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
দেশের বিরাজমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে দেশ সামগ্রিক ধ্বংসের দিকে যাত্রা করেছে। এর দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। বিএনপির মিডিয়া সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কঠিন সময়, শুধু বিএনপি না, সমগ্র জাতি আজকে অতিক্রম করছে। একটা দানবীয় শক্তি জোর করে ক্ষমতা দখল করে আমাদের সমস্ত অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। এই কথাগুলো নতুন নয়। আমরা অতীতে যে কথাগুলো বারবার বলে আসছি, সেই কথাগুলো আজকে প্রমাণিত হচ্ছে। যখন কোভিড হয়, তখন আমরা বলেছিলাম যে, এখনই ব্যবস্থা নেওয়া দরকার। অর্থনৈতিক সংকটকে কাটিয়ে উঠতে সে সময় দলের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম। দুর্ভাগ্যের কথা যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছেন, তখন আমাদের সেই কথাগুলোতে কর্ণপাত করেননি। আমরা বিদ্যুতের ব্যাপারে বারবার করে বলেছি এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, যাতে ভয়াবহ রকমের দুর্নীতি চলছে, যে পরিমাণ অর্থ ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এটা জনগণের ওপর একটা চরম চাপ সৃষ্টি করবে। আজকে সেই কথা প্রমাণিত হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে, সামগ্রিক একটা ধ্বংসের দিকে যাত্রা, এই যে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করে দেওয়া, এসব ঘিরে আজকে জনগণের সামনে প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আজকে সেকারণে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সকলকে, শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নয় বা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে নয়, সকল শ্রেণির সকল মানুষ আজ এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাদের আজ জবাবটা চাইতে হবে।’
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে সরকার আছে, তাদের জবাবদিহিতা নেই। কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকতে আবারও একই কায়দায় তারা আরেকটা নির্বাচন করতে চায়। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে, এই সরকারে অধীনে আমরা কোন নির্বাচনে যাব না। অন্য বিরোধী দলগুলোও নির্বাচনে যাবে না বলছে। আমরা আজকে আবারও পুনরাবৃত্তি করতে চাই এই সরকারকে তাদের ব্যর্থতার জন্য, জনগণের ওপর দুঃসহ যন্ত্রণা চাপিয়ে দেওয়ার অপরাধে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
৮ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
৯ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১১ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১৪ ঘণ্টা আগে