রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আসুন সবাই হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে দেশের জন্য কাজ করি। আগামী নির্বাচনে বিএনপির আরেকটি ষড়যন্ত্র চক্রান্ত করে আবারও সন্ত্রাস সৃষ্টি করছে। গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলা কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজৈর উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘আমি তাদের একটা কথা বলতে চাই, বারবার শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা লড়ে দেখেছেন না, বারবার পরাজিত হয়েছেন। আমি আহবান জানাব নির্বাচনে আসুন। আগামী নির্বাচনে বিএনপি না আসলে তাদের অস্তিত্ব থাকবে না।’
শাজাহান খান আরও বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষদের একত্রিত করেছিলেন বলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমাদের যেই উন্নয়ন সেই উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, এমপির মাদারীপুরের স্থানীয় প্রতিনিধি আজিজুল হক খান, এমপির রাজৈরের স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, কদমবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আসুন সবাই হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে দেশের জন্য কাজ করি। আগামী নির্বাচনে বিএনপির আরেকটি ষড়যন্ত্র চক্রান্ত করে আবারও সন্ত্রাস সৃষ্টি করছে। গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলা কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজৈর উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘আমি তাদের একটা কথা বলতে চাই, বারবার শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা লড়ে দেখেছেন না, বারবার পরাজিত হয়েছেন। আমি আহবান জানাব নির্বাচনে আসুন। আগামী নির্বাচনে বিএনপি না আসলে তাদের অস্তিত্ব থাকবে না।’
শাজাহান খান আরও বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষদের একত্রিত করেছিলেন বলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমাদের যেই উন্নয়ন সেই উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, এমপির মাদারীপুরের স্থানীয় প্রতিনিধি আজিজুল হক খান, এমপির রাজৈরের স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, কদমবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
৩ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
৫ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
৯ ঘণ্টা আগে