নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরের খবরটি স্বস্তির নয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়নি। তাঁকে নেওয়া হয়েছে বিশেষ কেবিনে। সেটাও একটা বিশেষ কারণেই।
আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৩ মে তাঁকে সিসিইউতে আনা হয়। করোনা পরবর্তি কিছু সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, 'সিসিইউতে তাঁর কোভিড পরবর্তি কতগুলি ইনফেকশন হয়েছিল। তাঁর রক্তে কিছুটা ইনফেকশন দেখা দিয়েছিল। ডাক্তারদের বিচক্ষণতায় সেই সংক্রমণটা দুর করা সম্ভব হয়েছে। যেহেতু এ ধরনের সংক্রমণের সম্ভাবনা আছে, আবারও হতে পারে। সেই কারণে তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।'
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ' তিনি (খালেদা জিয়া) একেবারেই সুস্থ হয়ে গেছেন, তা নয় কিন্তু। এখনো একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তাঁর হার্ট, কিডনি এবং লাংগস ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংগস এ এখন আর সেই ধরনের কোনো সংক্রমণ নেই। কিন্তু হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে।'
১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। প্রথম দিকে বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তবে আইনি বাধায় এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি।
ঢাকা: করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরের খবরটি স্বস্তির নয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়নি। তাঁকে নেওয়া হয়েছে বিশেষ কেবিনে। সেটাও একটা বিশেষ কারণেই।
আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৩ মে তাঁকে সিসিইউতে আনা হয়। করোনা পরবর্তি কিছু সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, 'সিসিইউতে তাঁর কোভিড পরবর্তি কতগুলি ইনফেকশন হয়েছিল। তাঁর রক্তে কিছুটা ইনফেকশন দেখা দিয়েছিল। ডাক্তারদের বিচক্ষণতায় সেই সংক্রমণটা দুর করা সম্ভব হয়েছে। যেহেতু এ ধরনের সংক্রমণের সম্ভাবনা আছে, আবারও হতে পারে। সেই কারণে তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।'
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ' তিনি (খালেদা জিয়া) একেবারেই সুস্থ হয়ে গেছেন, তা নয় কিন্তু। এখনো একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তাঁর হার্ট, কিডনি এবং লাংগস ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংগস এ এখন আর সেই ধরনের কোনো সংক্রমণ নেই। কিন্তু হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে।'
১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। প্রথম দিকে বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তবে আইনি বাধায় এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
৫ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
৭ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
১০ ঘণ্টা আগে