Ajker Patrika

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৫: ৩২
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ সোমবার নড়াইল-২ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা নেতা শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ছাড়া মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ। 

ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি নির্বাচন কমিশনের সাবেক সচিব ছিলেন। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বুথের দায়িত্বে থাকা শামসুল কবির রাহাত। 
 
নেত্রকোনা-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের ভাই।

ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ আসন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত