নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ৪৩ বছর সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং সংগ্রাম-লড়াইয়ের মধ্য দিয়েই আজকে ৪৩ বছর পার করে ৪৪ বছরে পড়েছে। এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে—দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।’
বুধবার সকালে দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিবের দাবি, নেতা-কর্মীদের গুম করা, ৩৫ লাখ মামলা, আর নির্যাতনের পর আজও বিএনপি নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে আছে। সীমাবদ্ধতার মধ্যেও বিএনপি তার কাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল অত্যন্ত সংগঠিত। জনগণের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে। সামনের বছরগুলোতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে এ দল। গণতন্ত্রের জন্য আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে।
জিয়ার কবরে লাশ না থাকার সমালোচনার বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফখরুল বলেন, ‘এ প্রশ্নের উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে, আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। জিয়াউর রহমান এই জাতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।’
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজ দেশ যে রকম অবস্থায় আছে, এ রকম দেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা মুক্ত, স্বাধীন, অবাধ, গণতান্ত্রিক ও মানবিক এক বাংলাদেশের জন্য। যেখানে মানুষ দুই বেলা দু মুঠো খেতে পারবে, রোগে চিকিৎসা পাবে, সন্তানদের শিক্ষার ব্যবস্থা থাকবে, তাদের ভোটাধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে। একটা সভ্য স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত বাতাসে মর্যাদার সঙ্গে জীবনধারণ করবে। আজ সেই অবস্থা বাংলাদেশে নাই। সেই অবস্থা কায়েমের জন্যই আমরা লড়াই করছি।
দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে হেলপ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণের প্রবেশাধিকারে বিধি-নিষেধ আরোপ করা হয়। এ অবস্থায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজ ৩০ জনের বেশি আসা যাবে না। এটা নাকি এখন তাদের (পুলিশ) কন্ট্রোলের মধ্যে নেই। আরও বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে। এভাবে তারা বাধার সৃষ্টি করেছে।’
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ৪৩ বছর সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং সংগ্রাম-লড়াইয়ের মধ্য দিয়েই আজকে ৪৩ বছর পার করে ৪৪ বছরে পড়েছে। এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে—দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।’
বুধবার সকালে দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিবের দাবি, নেতা-কর্মীদের গুম করা, ৩৫ লাখ মামলা, আর নির্যাতনের পর আজও বিএনপি নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে আছে। সীমাবদ্ধতার মধ্যেও বিএনপি তার কাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল অত্যন্ত সংগঠিত। জনগণের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে। সামনের বছরগুলোতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে এ দল। গণতন্ত্রের জন্য আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে।
জিয়ার কবরে লাশ না থাকার সমালোচনার বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফখরুল বলেন, ‘এ প্রশ্নের উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে, আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। জিয়াউর রহমান এই জাতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।’
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজ দেশ যে রকম অবস্থায় আছে, এ রকম দেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা মুক্ত, স্বাধীন, অবাধ, গণতান্ত্রিক ও মানবিক এক বাংলাদেশের জন্য। যেখানে মানুষ দুই বেলা দু মুঠো খেতে পারবে, রোগে চিকিৎসা পাবে, সন্তানদের শিক্ষার ব্যবস্থা থাকবে, তাদের ভোটাধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে। একটা সভ্য স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত বাতাসে মর্যাদার সঙ্গে জীবনধারণ করবে। আজ সেই অবস্থা বাংলাদেশে নাই। সেই অবস্থা কায়েমের জন্যই আমরা লড়াই করছি।
দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে হেলপ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণের প্রবেশাধিকারে বিধি-নিষেধ আরোপ করা হয়। এ অবস্থায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজ ৩০ জনের বেশি আসা যাবে না। এটা নাকি এখন তাদের (পুলিশ) কন্ট্রোলের মধ্যে নেই। আরও বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে। এভাবে তারা বাধার সৃষ্টি করেছে।’
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
২ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
৪ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
৭ ঘণ্টা আগে