নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির (জাপা) হাল ধরবেন তাঁর সন্তানেরাই। তাঁরা জাপার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। সামনে চমকের পর চমক আসছে। এমনটাই জানিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলেছেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। একমাত্র ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।’
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিদিশা এসব কথা বলেন।
আজ শনিবার রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এরশাদপুত্র এরিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ‘২০২২-এ নতুনরূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।’
দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমার দরজা সবার জন্য খোলা আছে।’
এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের প্রসঙ্গ টেনে বিদিশা বলেন, ‘বেগম রওশন এরশাদ এখনো জীবিত আছেন, আগের চাইতে বেশ সুস্থ আছেন তিনি। আর এরই মধ্যে পোস্টার থেকে তাঁর নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান।’
গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন এরিক এরশাদ। কমিটির চেয়ারপারসন হিসেবে রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে সাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক। রওশন এরশাদের অসুস্থতার কথা বলে ৪ নভেম্বর কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বিদিশা।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির (জাপা) হাল ধরবেন তাঁর সন্তানেরাই। তাঁরা জাপার পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। সামনে চমকের পর চমক আসছে। এমনটাই জানিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। তিনি বলেছেন, ‘পিতার চেয়ারে শুধু ছেলেদের শোভা পায়। একমাত্র ছেলেরাই পারবে পিতার নাম বহন করতে। অন্য কেউ নয়। সাদ, এরিক এরাই হবে আগামী দিনে লাঙ্গলের ধারক ও বাহক।’
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (বিদিশা) পুনর্গঠন প্রক্রিয়ার মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বিদিশা এসব কথা বলেন।
আজ শনিবার রাজধানীর বনানীতে প্রেসিডেন্ট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এরশাদপুত্র এরিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
নতুন বছরে চমকের পর চমক আসছে জানিয়ে পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা বলেন, ‘২০২২-এ নতুনরূপে সাজবে জাতীয় পার্টি। গুটি গুটি পায়ে আমি ও এরিক জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার পথচলা শুরু করেছিলাম। এখন অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অপেক্ষা করুন, চমকের পর চমক আসছে সামনে। জাতি সেই চমক দেখার অপেক্ষায় আছে।’
দেশের ৩০ জেলায় কমিটি হয়েছে জানিয়ে বিদিশা বলেন, ‘৬৪ জেলায় কমিটি হওয়ার পরে ঢাকায় বড় কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে পার্টির তৃণমূল তাদের নেতা নির্বাচন করবে। পুনর্গঠন প্রক্রিয়ায় অনেকে আসবে আবার চলে যাবে। কিন্তু পার্টি তার নিজ গতিতেই চলবে। আমার দরজা সবার জন্য খোলা আছে।’
এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের প্রসঙ্গ টেনে বিদিশা বলেন, ‘বেগম রওশন এরশাদ এখনো জীবিত আছেন, আগের চাইতে বেশ সুস্থ আছেন তিনি। আর এরই মধ্যে পোস্টার থেকে তাঁর নাম মুছে ফেলেছেন বর্তমান চেয়ারম্যান।’
গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন এরিক এরশাদ। কমিটির চেয়ারপারসন হিসেবে রওশন এরশাদ এবং কো-চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে সাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক। রওশন এরশাদের অসুস্থতার কথা বলে ৪ নভেম্বর কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বিদিশা।
বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক কর্মসূচিতে এ দাবি জানিয়েছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো এই রাজনীতি করা হয়, তাহল
৮ ঘণ্টা আগেক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১ দিন আগে