আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ২০: ২২
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০: ২৫

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার বিকেল ৪টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন সংসদীয় মনোনয়ন বোর্ডর সভাপতি শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলীয় এমপিদের পদত্যাগের ঘোষণা দেয় বিএনপি। এরপর গত ১১ ডিসেম্বর ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং সংরক্ষিত নারী-৫০ আসনের দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করেন। এরপর গত ২২ ডিসেম্বর পদত্যাগ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। শূন্য হওয়া আসনগুলোতে আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

এদিকে শূন্য হওয়া আসনগুলোতে নির্বাচনে আগ্রহীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ছয়টি সংসদীয় আসনে ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা শারমিন আক্তার সরকার (মাহিয়া মাহি)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত