গোপালগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে লক্ষ্য পূরণে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার দুপুরে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। বাধাবিঘ্ন আসতে পারে। কারণ, তারা (বিএনপি) পিছু হটেনি। তারা (বিএনপি) আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে, এ জন্য তারা (বিএনপি) বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, আর কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা এখানে আসে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতির পরোয়া করেন না।’
বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। তবে রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতা উপাদান যুক্ত করে, তবে রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নাই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইব—এটা তো হবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে লক্ষ্য পূরণে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার দুপুরে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। বাধাবিঘ্ন আসতে পারে। কারণ, তারা (বিএনপি) পিছু হটেনি। তারা (বিএনপি) আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে, এ জন্য তারা (বিএনপি) বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, আর কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা এখানে আসে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতির পরোয়া করেন না।’
বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। তবে রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতা উপাদান যুক্ত করে, তবে রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নাই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইব—এটা তো হবে না।’
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
৮ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১৭ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
২১ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১ দিন আগে