নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে নির্বাচন কমিশন: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ মে ২০২২, ১৭: ৪১

নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নির্ধারণের দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। আজ সোমবার জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব মহিলা পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সেই আলোচনা ওই সভায় কতটা প্রাসঙ্গিক, সে বিষয়ে মতভেদ আছে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নির্ধারণের দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের। নির্বাচনে পদ্ধতিগত কোন পরিবর্তন আনতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নেবে—এটাই স্বাভাবিক। 

জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন হবে ইভিএম-এ; প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘নিরক্ষরতার জন্য আমাদের দেশে এখনো প্রার্থীর নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়। এমন বাস্তবতায় ইভিএম-এ ভোট গ্রহণ কতটা যৌক্তিক, তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।’ 

জি এম কাদের আরও বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানকে এমনভাবে কাটাকাটি করেছে, তাতে গণতন্ত্র চর্চা সম্ভব নয়। দেশে সাংবিধানিক একনায়কতন্ত্র চলছে। ফলে সরকারের কোনো ক্ষেত্রেই জবাবদিহি নেই বললেই চলে।’ 

যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানার সভাপতিত্বে এবং সদস্যসচিব সৈয়দা জাকিয়া আফরোজ হিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা প্রমুখ। সভায় জাপা চেয়ারম্যানের বিশেষ দূত হিসেবে চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাকে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত