বাংলাদেশি জাতীয়তাবাদই পরস্পরের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি করে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২২, ১৬: ১৯
Thumbnail image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায়, নৃগোষ্ঠীসমূহ একীভূত হয়। বাংলাদেশি জাতীয়তাবাদই সকলকে একই বন্ধনে আবদ্ধ করে। পরস্পরের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য সৃষ্টি করে।’

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল এ কথা বলেন। বাণীতে দেশের বৌদ্ধধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফখরুল বলেন, ‘গৌতম বুদ্ধ চেয়েছিলেন একটি সুখী-সমৃদ্ধময় আলোকিত সমাজ— যেই সমাজে কোনো ধরনের হিংসা-প্রতিহিংসা থাকবে না, থাকবে না কোনো ধরনের সংঘাত-সহিংসতা। বর্তমানের দুর্বিষহ পরিস্থিতি মোকাবিলায় এ মুহূর্তে গৌতম বুদ্ধের বাণী আমাদের সুদিনের পথে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।’

ফখরুল আরও বলেন, ‘গৌতম বুদ্ধ বলেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, বরং শরণ নিতে হয় অহিংসার। আজ বাংলাদেশসহ সারা বিশ্ব রক্তপাত, হানাহানি ও সংঘাত-সংঘর্ষে ক্ষতবিক্ষত। এই দুর্যোগময় মুহূর্তে গৌতম বুদ্ধের হিতোপদেশ মানুষকে অহিংসার পথে, ন্যায়ের পথে চালিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত