Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাবে আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপকমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২২: ১৫
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাবে আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপকমিটি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি। এ জন্য দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনলাইন-অফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করা হবে। 

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক উপকমিটির সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাউন্সেলিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ, এটি সামাজিক ব্যাধি। তাই এটি মোকাবিলা করতে সবার সহযোগিতা দরকার। 

আওয়ামী লীগের এ কর্মকাণ্ডের সঙ্গে জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করতে চান বলে জানান শামসুন নাহার। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেও আলোচনা হবে বলে জানান তিনি। 

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা। 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত