আ. লীগ দেউলিয়া হয়ে বিভিন্ন মোড়কে ফেরার চেষ্টা করছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২: ৪৪
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৩: ০৩
সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী । ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে, একটা আবহ তৈরির চেষ্টা করছে।’

আজ রোববার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন।

নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জমায়েত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চান।’

দলটির এই কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কেন ট্রাম্পের বেশে আসতে হবে? কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছাল? আমরা আবারও বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) তো নিজের বেশেই ফিরে আসতে হবে। কিন্তু তাদের সে সাহস নাই। সেই সাহস তারা হারিয়ে ফেলেছে। আসলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্য। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে এটাই তার প্রমাণ।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কিছু প্রক্রিয়া বাকি রয়েছে, যে কারণে খালেদা জিয়ার বিদেশ যেতে বিলম্ব হচ্ছে। প্রক্রিয়াগুলো শেষ হলেই চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানো হবে। অল্প সময়ের মধ্যে প্রক্রিয়াগুলো শেষ হবে বলে প্রত্যাশা করছি।’

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষ শ্রমশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত