Ajker Patrika

সংসদীয় দলের বৈঠকের পর সিদ্ধান্ত নেব, শপথ নেব কি না: জাপার এমপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৮: ২০
সংসদীয় দলের বৈঠকের পর সিদ্ধান্ত নেব, শপথ নেব কি না: জাপার এমপি 

সংসদীয় দলের বৈঠকের পর সিদ্ধান্ত নেব আদৌ শপথ নেব কি না— এমনটি জানিয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত একেএম মোস্তাফিজুর রহমান। তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে শপথ নেওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে এমনটা জানান মোস্তাফিজুর রহমান।

একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরশু আমাদের সংসদীয় দলের বৈঠক করব। তার পর সিদ্ধান্ত নেব আদৌ শপথ নেব কি না, আর নিলে কবে নেব।’

তাহলে আপনারা কি শপথ নেবেন— এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আলোচনা না করা পর্যন্ত কিছুই বলা যাবে না।’

অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হাফিজ উদ্দিন আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সবাই তো এলাকায়, কালকে (বুধবার) আমাদের সবাইকে ঢাকায় ডাকা হয়েছে দলের পক্ষ থেকে। আর পরশু দিন শপথের ডেট দেওয়া হয়েছে। আর দলের পক্ষ থেকে জানানো হয়েছে (সংসদ সচিবালয়) আমরা কালকে (বুধবার) শপথ নেব না, পরশু দিন নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত