নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বাতিল হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন। তবে জাহাঙ্গীরের ইস্যুতে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর নির্বাচন উপলক্ষে গঠিত টিমের প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ।’
আজ মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক শেষে এ দাবি করেন মায়া। আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর সভাপতি আজমত উল্লা খান। তবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। যদিও যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির জামিনদার হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে আপিলের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর। অন্যদিকে মা জায়েদা খাতুনের নামেও মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তাঁর মায়ের মনোনয়ন বৈধ হয়েছে।
মঙ্গলবার ধানমন্ডিতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আওয়ামী লীগের সমন্বয় টিমের সদস্যরা ছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়ে মায়া বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আয়তনে দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন গাজীপুর। এর ভোটারসংখ্যা প্রায় ১২ লাখ এবং ভোটকেন্দ্র ৪৮০টি। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও আবাদ করতে গেলে বিশাল কর্মিবাহিনী দরকার। তাই আমরা গাজীপুরের সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই। ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করতে চাই ৷ সন্ত্রাস, অগ্নিসংযোগ, আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে কেউ যেন নির্বাচনে বাধার সৃষ্টি করতে না পারে, তার জন্য আমাদের কর্মীদের সতর্ক থাকতে হবে।’
এদিকে গাজীপুর সিটি নির্বাচন পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কার্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। এ বিষয়ে মায়া বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য থানাভিত্তিক আমাদের কমিটি হবে। সেন্টারভিত্তিকও কমিটি হবে। এবার স্তরে স্তরে আমরা কমিটিগুলো সাজাব। ৪৮০টি কেন্দ্রের মধ্যে বেশির ভাগ কমিটি হয়ে গেছে। আগামী ৯ তারিখের আগে নির্বাচনের সব কাজ আমরা শেষ করতে পারব বলে আশা করছি। প্রত্যেকে যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থায় আমরা করতে চাই। আশা করি আমাদের নৌকার বিজয় হবে।’
একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বাতিল হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন। তবে জাহাঙ্গীরের ইস্যুতে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর নির্বাচন উপলক্ষে গঠিত টিমের প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ।’
আজ মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক শেষে এ দাবি করেন মায়া। আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর সভাপতি আজমত উল্লা খান। তবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। যদিও যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির জামিনদার হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে আপিলের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর। অন্যদিকে মা জায়েদা খাতুনের নামেও মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তাঁর মায়ের মনোনয়ন বৈধ হয়েছে।
মঙ্গলবার ধানমন্ডিতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আওয়ামী লীগের সমন্বয় টিমের সদস্যরা ছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়ে মায়া বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আয়তনে দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন গাজীপুর। এর ভোটারসংখ্যা প্রায় ১২ লাখ এবং ভোটকেন্দ্র ৪৮০টি। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও আবাদ করতে গেলে বিশাল কর্মিবাহিনী দরকার। তাই আমরা গাজীপুরের সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই। ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করতে চাই ৷ সন্ত্রাস, অগ্নিসংযোগ, আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে কেউ যেন নির্বাচনে বাধার সৃষ্টি করতে না পারে, তার জন্য আমাদের কর্মীদের সতর্ক থাকতে হবে।’
এদিকে গাজীপুর সিটি নির্বাচন পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কার্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। এ বিষয়ে মায়া বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য থানাভিত্তিক আমাদের কমিটি হবে। সেন্টারভিত্তিকও কমিটি হবে। এবার স্তরে স্তরে আমরা কমিটিগুলো সাজাব। ৪৮০টি কেন্দ্রের মধ্যে বেশির ভাগ কমিটি হয়ে গেছে। আগামী ৯ তারিখের আগে নির্বাচনের সব কাজ আমরা শেষ করতে পারব বলে আশা করছি। প্রত্যেকে যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থায় আমরা করতে চাই। আশা করি আমাদের নৌকার বিজয় হবে।’
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
৪ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
৮ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১৯ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১ দিন আগে