অর্থ পাচারের শ্বেতপত্র দেবে এবার বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের অর্থ পাচার নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাচারকৃত এই বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারকে উদ্যোগী হতে পরামর্শ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ দেশের অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এ জন্য দলের কয়েকজন নেতাকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য এবং কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। দলের নীতিনির্ধারকেরা বলেন, ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার প্রবেশ করছে।

বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং এ নিয়ে সহিংসতায় এক আইনজীবী নিহত হওয়া, আগরতলায় সহকারী হাইকমিশন এবং কলকাতায় উপহাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে আলোচনা হয়। নেতারা মনে করেন, এসব ঘটনায় পতিত আওয়ামী লীগের ইন্ধন রয়েছে।

এ ছাড়া বৈঠকে বলা হয়, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড এবং ভারত সরকারের বক্তব্য একসূত্রে গাঁথা, যা পরিকল্পিত। ভারতের এসব কর্মকাণ্ড উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে।

ভারতের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতারা দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়। নেতারা বলেন, এই রায়ে প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল উদ্দেশ্যমূলক এবং শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছিল।

বৈঠকে বিজয় দিবস উপলক্ষে বিএনপি ঢাকায় দেশীয় শিল্পীদের নিয়ে একটি বড় কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ বিজয় দিবসের অনুষ্ঠানকে নতুনত্ব এবং জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করার জন্য গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত