কিশোরগঞ্জ প্রতিনিধি
‘কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আমাদের কোনো প্রার্থী নাই যেহেতু জাতীয় পার্টিকে দিয়ে দিতে হয়েছে। বারবার দিতে হচ্ছে। এটা সত্যি আমাদের নৌকা যারা, তাদের জন্যে এটা খুব দুঃখের। তবে এবারই শেষ! ভবিষ্যতে আমরা আর কাউকে দেব না’ বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির এমন বক্তব্যে আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি নির্বাচনী প্রচারণা সভায় যুক্ত হয়ে কিশোরগঞ্জ জেলার মানুষের উদ্দেশে এ ঘোষণা দেন শেখ হাসিনা।
সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা মার্কার ছয়জন, লাঙ্গল মার্কার একজন ও স্বতন্ত্র চারজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে নৌকার তিনজন, লাঙ্গল মার্কার তিনজন ও স্বতন্ত্র একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুই উপজেলার ১৮টি ইউনিয়নে লাঙ্গল মার্কায় মোট চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতেই প্রমাণিত হয় যে এ আসনের ভোটাররা লাঙ্গল মার্কার কোনো জনপ্রতিনিধি চান না।
বিগত জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ বলছে, স্বাধীনতা-পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এম এ কুদ্দুস। ১৯৯১ ও ১৯৯৬ সালের ১২ জুনের দুটি নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী ড. মিজানুল হক বিজয়ী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ এ আসন থেকে নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি মনোনীত চারদলীয় জোট প্রার্থী হিসেবে ড. এম ওসমান ফারুক এই আসন থেকে নির্বাচিত হন। অবশ্য ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ড. এম ওসমান ফারুকের বাবা ড. এম ওসমান গণি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের পাঁচটি জাতীয় নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অবশ্য সর্বশেষ তিনটি নির্বাচনে তিনি মহাজোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় এখানে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। এবারও একইভাবে আওয়ামী লীগ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আসন সমঝোতার কারণে এ আসনে নৌকার প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখানে মাঠে রয়েছেন আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন। নৌকার ছাড়ের পরও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন তাঁরা। আওয়ামী লীগের ভোটব্যাংককে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন তাঁরা। এ ছাড়া চার স্বতন্ত্র প্রার্থী এক জোট হয়ে যাবেন বলেও জানা গেছে। শিগগিরই আলোচনা করে একজনকে নিয়ে মাঠে নামবে করিমগঞ্জ-তাড়াইল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ রকম পরিস্থিতিতে এবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী বৈতরণি পার হওয়া সহজ হবে না বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা।
করিমগঞ্জ উপজেলার বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য এরশাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের জন্য নৌকা প্রতীকের ভোট চেয়েছেন। বাকি রইল একটি আসন কিশোরগঞ্জ-৩। যেখানে নৌকার পরিবর্তে লাঙ্গল। উনি কথা দিয়েছেন আগামী দিনে নৌকা দেওয়া হবে। আর জাতীয় পার্টির জন্য ছাড় দেওয়া হবে না, এবারই শেষ।’
তিনি আরও বলেন, ‘নেত্রীর আজকের এই ঘোষণাকে সাধুবাদ জানাই। কারণ, ২০০৮ থেকে ২০২৩ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন এর মেয়াদ আরও ৫ বছর যুক্ত করা হয় তাহলে হবে ২০২৮। তার মানে ২০০৮ সালে জন্ম নেওয়া বাচ্চার বয়স হবে ২০ বছর। অথচ তারা নৌকা মার্কা কী চিনবে না। অতএব, এটা আমাদের আসনের জন্য একটা অশনিসংকেত ছিল নৌকা না পাওয়া। আমাদের নতুন ভোটার বা তরুণ প্রজন্ম প্রায় অর্ধেক। অতএব, এই আসনটি দ্রুত নৌকাকে ফিরিয়ে দিয়ে তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।’
আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাহার করা করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এই কথা বলার জন্য জননেত্রী শেখ হাসিনাকে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বলেন, ‘নেত্রীর এই কথার জন্য তাড়াইলবাসী আনন্দ-উল্লাস করছে। তবে লাঙ্গল এবার আর পাস করবে না।’
এ বিষয়ে মন্তব্য জানতে জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
‘কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আমাদের কোনো প্রার্থী নাই যেহেতু জাতীয় পার্টিকে দিয়ে দিতে হয়েছে। বারবার দিতে হচ্ছে। এটা সত্যি আমাদের নৌকা যারা, তাদের জন্যে এটা খুব দুঃখের। তবে এবারই শেষ! ভবিষ্যতে আমরা আর কাউকে দেব না’ বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির এমন বক্তব্যে আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি নির্বাচনী প্রচারণা সভায় যুক্ত হয়ে কিশোরগঞ্জ জেলার মানুষের উদ্দেশে এ ঘোষণা দেন শেখ হাসিনা।
সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা মার্কার ছয়জন, লাঙ্গল মার্কার একজন ও স্বতন্ত্র চারজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে নৌকার তিনজন, লাঙ্গল মার্কার তিনজন ও স্বতন্ত্র একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুই উপজেলার ১৮টি ইউনিয়নে লাঙ্গল মার্কায় মোট চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতেই প্রমাণিত হয় যে এ আসনের ভোটাররা লাঙ্গল মার্কার কোনো জনপ্রতিনিধি চান না।
বিগত জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ বলছে, স্বাধীনতা-পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এম এ কুদ্দুস। ১৯৯১ ও ১৯৯৬ সালের ১২ জুনের দুটি নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী ড. মিজানুল হক বিজয়ী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ এ আসন থেকে নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি মনোনীত চারদলীয় জোট প্রার্থী হিসেবে ড. এম ওসমান ফারুক এই আসন থেকে নির্বাচিত হন। অবশ্য ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ড. এম ওসমান ফারুকের বাবা ড. এম ওসমান গণি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের পাঁচটি জাতীয় নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অবশ্য সর্বশেষ তিনটি নির্বাচনে তিনি মহাজোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় এখানে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। এবারও একইভাবে আওয়ামী লীগ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আসন সমঝোতার কারণে এ আসনে নৌকার প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখানে মাঠে রয়েছেন আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন। নৌকার ছাড়ের পরও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন তাঁরা। আওয়ামী লীগের ভোটব্যাংককে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন তাঁরা। এ ছাড়া চার স্বতন্ত্র প্রার্থী এক জোট হয়ে যাবেন বলেও জানা গেছে। শিগগিরই আলোচনা করে একজনকে নিয়ে মাঠে নামবে করিমগঞ্জ-তাড়াইল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ রকম পরিস্থিতিতে এবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী বৈতরণি পার হওয়া সহজ হবে না বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা।
করিমগঞ্জ উপজেলার বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য এরশাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের জন্য নৌকা প্রতীকের ভোট চেয়েছেন। বাকি রইল একটি আসন কিশোরগঞ্জ-৩। যেখানে নৌকার পরিবর্তে লাঙ্গল। উনি কথা দিয়েছেন আগামী দিনে নৌকা দেওয়া হবে। আর জাতীয় পার্টির জন্য ছাড় দেওয়া হবে না, এবারই শেষ।’
তিনি আরও বলেন, ‘নেত্রীর আজকের এই ঘোষণাকে সাধুবাদ জানাই। কারণ, ২০০৮ থেকে ২০২৩ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন এর মেয়াদ আরও ৫ বছর যুক্ত করা হয় তাহলে হবে ২০২৮। তার মানে ২০০৮ সালে জন্ম নেওয়া বাচ্চার বয়স হবে ২০ বছর। অথচ তারা নৌকা মার্কা কী চিনবে না। অতএব, এটা আমাদের আসনের জন্য একটা অশনিসংকেত ছিল নৌকা না পাওয়া। আমাদের নতুন ভোটার বা তরুণ প্রজন্ম প্রায় অর্ধেক। অতএব, এই আসনটি দ্রুত নৌকাকে ফিরিয়ে দিয়ে তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।’
আওয়ামী লীগের প্রার্থিতা প্রত্যাহার করা করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এই কথা বলার জন্য জননেত্রী শেখ হাসিনাকে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বলেন, ‘নেত্রীর এই কথার জন্য তাড়াইলবাসী আনন্দ-উল্লাস করছে। তবে লাঙ্গল এবার আর পাস করবে না।’
এ বিষয়ে মন্তব্য জানতে জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
৭ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
৯ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধ
১০ ঘণ্টা আগেসংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যাঁরা ‘সংস্কার আগে নাকি নির্বাচন আগে’— ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির
১৩ ঘণ্টা আগে