নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুলিশ ও র্যাবের প্রধানসহ ছয় কর্মকর্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির ঘটনাকে ‘চমক’ মনে করছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এটা তাঁদের ‘অবশ্যম্ভাবী’ পরিণতি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনাসভায় আজ শনিবার এ বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি এটাকে চমক মনে করি না। এটা অবশ্যম্ভাবী পরিণতি। এটা তাদের পরিণতি এই জন্য যে, যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকার কেড়ে নেয়, জনগণকে হত্যা করে, তাদের পরিণতি এমনই হয়।’
নিরপরাধ বেসামরিক নাগরিক, রাজনৈতিক প্রতিপক্ষ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন-নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে তিন দেশের ১৫ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি)। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তা। শুক্রবার প্রকাশিত ওএফএসির এই তালিকায় থাকা বাংলাদেশি কর্মকর্তারা হলেন—র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান।
এ ঘটনাকে দেশের জন্য ‘লজ্জাকর’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘কী লজ্জার কথা! আমাদের পুলিশপ্রধান, আমাদের র্যাবের প্রধান—তাঁদের বিষয়ে আজকে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। কী কারণে? তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা বেআইনিভাবে মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে। সুতরাং এর জবাব তো জনগণকে দিতেই হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছি, মানবাধিকার হরণ করা হচ্ছে। আমরা বলে আসছি, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, মানুষকে নির্মমভাবে হত্যা করছে। সেটাই আজকে প্রমাণিত হয়েছে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে রাখা হয় নাই, তাতেও সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখন দেখতে চাই, সরকার এসব ব্যক্তির বিরুদ্ধে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।’
দেশের পুলিশ ও র্যাবের প্রধানসহ ছয় কর্মকর্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির ঘটনাকে ‘চমক’ মনে করছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এটা তাঁদের ‘অবশ্যম্ভাবী’ পরিণতি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনাসভায় আজ শনিবার এ বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি এটাকে চমক মনে করি না। এটা অবশ্যম্ভাবী পরিণতি। এটা তাদের পরিণতি এই জন্য যে, যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকার কেড়ে নেয়, জনগণকে হত্যা করে, তাদের পরিণতি এমনই হয়।’
নিরপরাধ বেসামরিক নাগরিক, রাজনৈতিক প্রতিপক্ষ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন-নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে তিন দেশের ১৫ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি)। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তা। শুক্রবার প্রকাশিত ওএফএসির এই তালিকায় থাকা বাংলাদেশি কর্মকর্তারা হলেন—র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান।
এ ঘটনাকে দেশের জন্য ‘লজ্জাকর’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘কী লজ্জার কথা! আমাদের পুলিশপ্রধান, আমাদের র্যাবের প্রধান—তাঁদের বিষয়ে আজকে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। কী কারণে? তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা বেআইনিভাবে মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে। সুতরাং এর জবাব তো জনগণকে দিতেই হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এতদিন ধরে বলে আসছি, মানবাধিকার হরণ করা হচ্ছে। আমরা বলে আসছি, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, মানুষকে নির্মমভাবে হত্যা করছে। সেটাই আজকে প্রমাণিত হয়েছে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে রাখা হয় নাই, তাতেও সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখন দেখতে চাই, সরকার এসব ব্যক্তির বিরুদ্ধে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।’
৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
১ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এ আদেশ দেন
২ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা কর ফাঁকি ও ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের দায়ের করা চাঁদাবাজির পৃথক দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রেজাউল করিম ও ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনো তিন মাসও হয়নি। এই তিনটা মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না।’ বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডা. মিলন দিবসে ‘স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দ
২ ঘণ্টা আগে