নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তেমন শারীরিক সমস্যা নেই। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে এসেছে। তার পরও আগামী তিন-চার দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
আজ বুধবার বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, আগামীকাল থেকে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো। তবে অবজারভেশনের (পর্যবেক্ষণ) জন্য আরও দু-এক দিন হাসপাতালে রাখা হবে।
উপাচার্য বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাসপাতালে ভর্তি নিয়ে আপনারা গতকাল উৎকণ্ঠায় ছিলেন। আমরা ওনার পরীক্ষা-নিরীক্ষা করেছি। ওনার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকালের তুলনায় উনি অনেক ভালো আছেন। ওনার ডায়াবেটিস গতকাল ১২ ছিল, এখন ৫-এ নেমে এসেছে। ব্লাড প্রেশার, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। তবে আরও দুই-এক দিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন তিনি। ওনার জন্য সবাই দোয়া করবেন।’
কোনো জটিলতা রয়েছে কি না, জানতে চাইলে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল থেকে শ্বাসকষ্ট বলে অনেকে প্রচার করেছেন, আসলে তা নয়। ওনার ডায়াবেটিস, একটু বুকে ব্যথা ছিল।’
এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে সকাল ১০টার দিকে বৈঠকে বসে মেডিকেল বোর্ড।
এদিকে সকাল ১০টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পারেননি।
তবে সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে দেখতে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।
এ সময় কাদের মির্জা বলেন, ‘আমরা দেখেছি তিনি ভালো আছেন। সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে। বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।’
হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তেমন শারীরিক সমস্যা নেই। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে এসেছে। তার পরও আগামী তিন-চার দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
আজ বুধবার বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, আগামীকাল থেকে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো। তবে অবজারভেশনের (পর্যবেক্ষণ) জন্য আরও দু-এক দিন হাসপাতালে রাখা হবে।
উপাচার্য বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাসপাতালে ভর্তি নিয়ে আপনারা গতকাল উৎকণ্ঠায় ছিলেন। আমরা ওনার পরীক্ষা-নিরীক্ষা করেছি। ওনার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকালের তুলনায় উনি অনেক ভালো আছেন। ওনার ডায়াবেটিস গতকাল ১২ ছিল, এখন ৫-এ নেমে এসেছে। ব্লাড প্রেশার, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। তবে আরও দুই-এক দিন অবজারভেশনে রাখার জন্য আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন তিনি। ওনার জন্য সবাই দোয়া করবেন।’
কোনো জটিলতা রয়েছে কি না, জানতে চাইলে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল থেকে শ্বাসকষ্ট বলে অনেকে প্রচার করেছেন, আসলে তা নয়। ওনার ডায়াবেটিস, একটু বুকে ব্যথা ছিল।’
এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে সকাল ১০টার দিকে বৈঠকে বসে মেডিকেল বোর্ড।
এদিকে সকাল ১০টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পারেননি।
তবে সকাল সাড়ে ১০টার দিকে ভাইকে দেখতে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।
এ সময় কাদের মির্জা বলেন, ‘আমরা দেখেছি তিনি ভালো আছেন। সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে। বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।’
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
১ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
৩ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
৬ ঘণ্টা আগে