বিএনপি নেতা আক্তারুজ্জামান বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৮
Thumbnail image

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দুপুরে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বিষয়টি নিশ্চিত করেন। 

বহিষ্কার প্রসঙ্গে রিজভী বলেন, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫-এর ‌‌গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আক্তারুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, ‘আমিও শুনেছি, আমাকে নাকি বহিষ্কার করা হয়েছে।’ 

আক্তারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন।  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত