নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন প্রত্যাশাকে পাত্তাই দিচ্ছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বুধবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ওবায়দুল কাদেরের কথার মূল্য বাংলাদেশের মানুষ দেয় কিনা আমার সন্দেহ আছে। আমরা কি করব, কি করব না, সেটা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলেই যে আমরা যাব (নির্বাচনে) তার তো কোনো কারণ নাই।’
টুকু বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচন করতে চায়। একটা নিরপেক্ষ সরকার না আসা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।’
এর আগে, গত মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি—আমার বিশ্বাস যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সে কারণে বিএনপির মতো একটা বড় দল বাইরে থাকবে, এটা আমরা চাই না। আমরা চাই তাঁরা আসুক।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে বিষয়ে কথা বলতে গিয়ে বর্তমান সরকারের প্রতি বিএনপির অনাস্থার কথা জানান টুকু। তিনি বলেন, ‘এই সরকারকে বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম। তাঁরা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে। এখন ইভিএম এ ভোট হলে তো রাতের বেলা সিল মারতে হবে না। সরকারের সাহস থাকলে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে আসুক। এরপর আমরা যদি ওই নির্বাচনে পরাজিতও হই, তাতেও সমস্যা নেই। কিন্তু খেলাটা ফেয়ার হতে হবে।’
চার দিনে ভোট করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা টুকু বলেন, ‘এখন উনি (সিইসি) হাইব্রিড কিনা জানি না। উনি চার দিনে কোনো ভোট করতে চান, তাও জানি না। তবে এটা বাংলাদেশে হবে না।’
‘বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন প্রত্যাশাকে পাত্তাই দিচ্ছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বুধবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ওবায়দুল কাদেরের কথার মূল্য বাংলাদেশের মানুষ দেয় কিনা আমার সন্দেহ আছে। আমরা কি করব, কি করব না, সেটা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলেই যে আমরা যাব (নির্বাচনে) তার তো কোনো কারণ নাই।’
টুকু বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচন করতে চায়। একটা নিরপেক্ষ সরকার না আসা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।’
এর আগে, গত মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি—আমার বিশ্বাস যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সে কারণে বিএনপির মতো একটা বড় দল বাইরে থাকবে, এটা আমরা চাই না। আমরা চাই তাঁরা আসুক।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে বিষয়ে কথা বলতে গিয়ে বর্তমান সরকারের প্রতি বিএনপির অনাস্থার কথা জানান টুকু। তিনি বলেন, ‘এই সরকারকে বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম। তাঁরা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে। এখন ইভিএম এ ভোট হলে তো রাতের বেলা সিল মারতে হবে না। সরকারের সাহস থাকলে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে আসুক। এরপর আমরা যদি ওই নির্বাচনে পরাজিতও হই, তাতেও সমস্যা নেই। কিন্তু খেলাটা ফেয়ার হতে হবে।’
চার দিনে ভোট করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা টুকু বলেন, ‘এখন উনি (সিইসি) হাইব্রিড কিনা জানি না। উনি চার দিনে কোনো ভোট করতে চান, তাও জানি না। তবে এটা বাংলাদেশে হবে না।’
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
৯ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
৯ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১১ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১৫ ঘণ্টা আগে