Ajker Patrika

জাপার নতুন কমিটির প্রস্তাব করলেন এরিক এরশাদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩: ৪২
জাপার নতুন কমিটির প্রস্তাব করলেন এরিক এরশাদ 

জাতীয় পার্টির (জাপা) বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে অবৈধ দাবি করে নতুন কমিটির প্রস্তাব করেছেন এরশাদপুত্র এরিক এরশাদ। এ কমিটিতে চেয়ারম্যান হবেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক কো–চেয়ারম্যান হবেন বলে প্রস্তাব করেন এরিক।

বুধবার বেলা ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে এরিক এ কমিটির প্রস্তাব করেন। জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরিক এরশাদ বলেন, ‘আমার বাবাকে অসুস্থ অবস্থায় জিম্মি করে গভীর রাতে চেয়ারম্যান হয়েছেন চাচা জি এম কাদের। আমরা তাঁকে মানি না। তিনি জাতীয় পার্টিকে ধ্বংস করে দিয়েছেন।

তাঁর কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়ারম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রাগবি আল মাহী সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত