Ajker Patrika

গণ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য অনিবার্য: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য অনিবার্য: আ স ম রব

অপশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন সৃষ্টির লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আজ শুক্রবার জেএসডি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। 

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট, লাগামহীন দ্রব্যমূল্য, বুভুক্ষু মানুষের হাহাকার, রাজনৈতিক নৈরাজ্য, ভয়ংকর দুর্নীতি, সীমাহীন অর্থ লুণ্ঠন ও পাচার, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ভূ-রাজনৈতিক বাস্তবতায় সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে উল্লেখ করে আ স ম আব্দুর রব বলেন, ‘বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমাজ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা ১৯৭২ সালেই আওয়ামী লীগ বিনষ্ট করে দেয়। সে প্রক্রিয়া আজও অব্যাহত। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের প্রতি কোনো শাসকই কখনো মনোযোগ দেয়নি। এখন গণতন্ত্রহীনতা এবং নাগরিক জীবনের ওপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’ 

জেএসডি সভাপতি বলেন, ‘সংঘাত, সংঘর্ষ ও অনৈক্যের রাজনীতি দিয়ে বিশ্ব বাস্তবতা মোকাবিলা করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রম, কর্ম ও পেশার অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখা কঠিন হয়ে পড়বে।’ 

সভায় প্রধান আলোচক হিসেবে জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে। অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের পর রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনের একমাত্র বিকল্প হচ্ছে জাতীয় সরকার গঠন করা।’ 

সভায় অন্যদের মধ্যে ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, দিনাজপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, নীলফামারী জেলা জেএসডির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান মিলন, রংপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জেহাদী প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত