নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীতে পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা আড়াইটায় রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু ভ্যালির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রাটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদযাত্রায় দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশে মানুষের অধিকার নেই, ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, গণতন্ত্র নেই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে ১০ দফা দাবিতে বিএনপি সংগ্রাম করছে।’
ফখরুল আরও বলেন, ‘আজকে আমরা পদযাত্রার মধ্য দিয়ে এই সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।’
বিএনপির পদযাত্রা ঘিরে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার কারণে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় ‘শীতবস্ত্র ও শান্তি সমাবেশ’ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। সরেজমিন দেখা যায়, উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।
পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীতে পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা আড়াইটায় রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু ভ্যালির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রাটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদযাত্রায় দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশে মানুষের অধিকার নেই, ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, গণতন্ত্র নেই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে ১০ দফা দাবিতে বিএনপি সংগ্রাম করছে।’
ফখরুল আরও বলেন, ‘আজকে আমরা পদযাত্রার মধ্য দিয়ে এই সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।’
বিএনপির পদযাত্রা ঘিরে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার কারণে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় ‘শীতবস্ত্র ও শান্তি সমাবেশ’ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান। সরেজমিন দেখা যায়, উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা।
সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
৫ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
১ দিন আগে