নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশের হামলা-ভাঙচুর, নেতা কর্মীদের আটক এবং সভাসমাবেশের বাধা প্রদান সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, সরকার গণ আন্দোলন দমাতে সর্বশক্তি প্রয়োগ করছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা, গণগ্রেপ্তার, গুলি, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বর্তমান সরকার নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে জানিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পুলিশ এবং দলীয় ক্যাডারদের দিয়ে তারা বিরোধী দলের নিরীহ নেতা কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে গতকাল বিএনপির নেতা কর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে সরকার ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এটি সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে সরকার গণ আন্দোলন দমনের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে।’
অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘উসকানিমূলক আচরণের মধ্যে দিয়ে সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে।’
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সকল বিরোধী রাজনৈতিক শক্তির যুগপৎ লড়াইয়ের মাধ্যমেই অবৈধ ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমরা আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের প্রতি সমর্থন জানাচ্ছি। আগামীতে দখলদার, খুনি, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে যুগপৎ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে গণতন্ত্র মঞ্চ।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার। স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষ যেভাবে লড়াই করেছে সেভাবেই লড়াই চলবে। আমরা জানি তাদের পতন হবে। তত দিন তারা পুলিশ, প্রশাসনকে ব্যবহার করে দমন-পীড়ন, নির্যাতন করতেই থাকবে। সেই নিপীড়ন মোকাবিলা করে অতীতে জনগণ জয়লাভ করেছে, ভবিষ্যতেও করবে।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম শুধু বিএনপির একার না। ফ্যাসিবাদী শক্তি বনাম গণতান্ত্রিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের পক্ষে তাদের সবার এই সংগ্রামে শামিল হয়ে রাজপথে নামতে হবে। এই লড়াই গণতন্ত্রের বাঁচা-মরার লড়াই।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশের হামলা-ভাঙচুর, নেতা কর্মীদের আটক এবং সভাসমাবেশের বাধা প্রদান সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, সরকার গণ আন্দোলন দমাতে সর্বশক্তি প্রয়োগ করছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা, গণগ্রেপ্তার, গুলি, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বর্তমান সরকার নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে জানিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পুলিশ এবং দলীয় ক্যাডারদের দিয়ে তারা বিরোধী দলের নিরীহ নেতা কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে গতকাল বিএনপির নেতা কর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে সরকার ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এটি সরকারের চূড়ান্ত ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে সরকার গণ আন্দোলন দমনের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে।’
অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘উসকানিমূলক আচরণের মধ্যে দিয়ে সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে।’
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সকল বিরোধী রাজনৈতিক শক্তির যুগপৎ লড়াইয়ের মাধ্যমেই অবৈধ ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আমরা আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের প্রতি সমর্থন জানাচ্ছি। আগামীতে দখলদার, খুনি, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে যুগপৎ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে গণতন্ত্র মঞ্চ।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার। স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষ যেভাবে লড়াই করেছে সেভাবেই লড়াই চলবে। আমরা জানি তাদের পতন হবে। তত দিন তারা পুলিশ, প্রশাসনকে ব্যবহার করে দমন-পীড়ন, নির্যাতন করতেই থাকবে। সেই নিপীড়ন মোকাবিলা করে অতীতে জনগণ জয়লাভ করেছে, ভবিষ্যতেও করবে।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম শুধু বিএনপির একার না। ফ্যাসিবাদী শক্তি বনাম গণতান্ত্রিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের পক্ষে তাদের সবার এই সংগ্রামে শামিল হয়ে রাজপথে নামতে হবে। এই লড়াই গণতন্ত্রের বাঁচা-মরার লড়াই।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা।
নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, এটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন সরাসরি ভোটের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে। দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আজ শুক্রবার (৭ মার্চ) এক ইফতার মাহফিলে এ দাবি জানান।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আগের জায়গায় নেই। সেখান থেকে এখন একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে এবং একটি নতুন ছাত্রসংগঠন তৈরি হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা এই পরিচয় ব্যবহার করে কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে...
২ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্রের দাবি আরও অনেক আগেই উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে। জুলাই সনদ প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিয়েছেন। সংস্কারে ঐকমত্যের ভিত্তিতে একটি চার্টার তৈরি হবে যে- বাংলাদেশের সংস্কারের রূপরেখাটা কি রকম হবে, কী কী সংস্কার আমরা করব, কী কী সংস্কার...
৪ ঘণ্টা আগেদেশে নারী নির্যাতন ও হেনস্তার ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
৬ ঘণ্টা আগে