ছাত্রলীগের পথে গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০: ৪৬
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২১: ০২
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই, তাঁরা ছাত্রলীগের মতো কারও ওপর হামলা করব না বা কারও কোনো কিছু দখল করব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাঁদের রক্তের স্রোত ধারায় আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে হবে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল। তারাও লুটপাট করেছে, বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। তেমনি যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে, কারও ক্ষতি করেনি, তাঁদের যেন ক্ষতি না হয়। তাঁদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়।’

রিজভী বলেন, ‘যারা অপরাধী, তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। আমরা সে লাইনে যাব না। আমরা কোনো রাজনৈতিক দলের অফিস, কারও বাড়ি ঘরে হামলা করব না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত