গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ওপর হামলা পৈশাচিক ও কাপুরুষোচিত: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২১: ০২
Thumbnail image

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ওপর হামলার ঘটনাকে পৈশাচিক ও কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলা ও প্রাণহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনা অত্যন্ত পৈশাচিক ও কাপুরুষোচিত। আমি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও আহ্বান জানান জামায়াতের এই নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত