বিএনপির টিভি চ্যানেল বয়কটের ঘোষণায় মালিকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১৮: ১৪
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৯: ২৬

বিএনপির পক্ষ থেকে ‘৭১ টিভি’ ও ‘সময় টিভি’র টকশো বর্জনের ঘোষণায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। 

আজ মঙ্গলবার সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং ৭১ টিভিকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। 

তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে অ্যাটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে। 

এর আগে ৮ আগস্ট ‘সময়’ ও ‘৭১’ টেলিভিশনের টকশো বর্জনের আহ্বান জানায় বিএনপি। বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। 

ওই চিঠিতে বলা হয়, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে নগ্নভাবে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় দল ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

চিঠিতে বিএনপি সমর্থক আলোচকদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, ‘আমাদের দলের আলোচকদের অনুপস্থিতিতে দর্শকদের কাছে সংশ্লিষ্ট ওই টকশো ও চ্যানেল দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। আর তখনই কেবল তাঁরা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে। আসুন আমরা সব আলোচক আগামী ৯ আগস্ট থেকে ৭১ ও সময় টিভির টকশোতে অংশগ্রহণ বন্ধ রাখি।’ 

‘পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত