৮ নভেম্বর চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৯: ১৮
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৯: ৫০

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। চার সদস্যের প্রতিনিধিদলটির ৮ নভেম্বর চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

দলটির নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। এ ছাড়া আরও রয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিনিধিদলের এক সদস্য।

ওই সদস্য জানান, ৮ নভেম্বর বেলা ৩টার দিকে তাঁদের চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরকারী দলের প্রধান মুহাম্মদ ফারুক খান ১২ নভেম্বর দেশে ফিরলেও বাকি তিনজন ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

সফরকালে আওয়ামী লীগের নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে গত ২২ মে মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যায়। সফর শেষে তাঁরা ৩১ মে দেশে ফেরেন। এরপর জুলাই মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করেন। সেখানে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ ছাড়া আরও ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত