Ajker Patrika

নির্যাতন করে পার পাবে না সরকার: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৩৩
নির্যাতন করে পার পাবে না সরকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভয় দেখিয়ে বিএনপিকে চুপ রাখা যাবে না, প্রতিরোধ গড়ে তোলা হবে। নির্যাতন করে পার পাবে না সরকার। পাকিস্তানিদের মতোই পতন হবে।’ 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। 

ঘুষ ছাড়া নেতা-কর্মীরা কারাগার থেকে বের হতে পারছেন না বলে এ সময় অভিযোগ করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘জামিনে বের হওয়ার সময় জেলগেটেও মির্জা আব্বাসকে ঘুষ দিতে হয়েছে। মুক্তির নথি থাকা সত্ত্বেও তাঁকে টাকা দিতে বাধ্য করা হয়েছে।’ গুরুতর অসুস্থ থাকায় সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারছেন না বলেও জানান তিনি। 

 দেশে গণতন্ত্র এখন মৃত—এমন মন্তব্য করে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেড় বছর ধরে আমরা আন্দোলন করছি। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। 

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমাদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশে সত্যিকারের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনব। এটাই আজকে আমাদের একুশের শপথ।’ 

এদিকে এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আলোচনা সভায় নেতা-কর্মীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, ‘অনুমতি নেওয়া থাকলেও ৪৫ মিনিট ধরে সেলিমা রহমানসহ সিনিয়র নেতাদের অনুষ্ঠানের হলরুমে ঢুকতে দেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত