নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী ভারত ঘুরে এলেন কিন্তু তিস্তা সমস্যা ঝুলেই রইল। আজ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন। কিন্তু মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান দেখছি না। তিস্তার সমস্যা ঝুলে রইল, একইভাবে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের অনুমতি নিলাম। এখন আনন্দ হচ্ছে যে, কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারব। কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে কি করবে না তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি।’
মেনন বলেন, ‘এখন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সংযোগ স্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনো পর্যন্ত কোনো যৌথ সমীক্ষা করতে পারিনি।’
মন্ত্রীদের সমালোচনা করে মেনন বলেন, ‘তাদের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে বলবে ১৯ লাখ টন খাদ্য আছে। কৃষি মন্ত্রী বলবেন, গুদামে পর্যাপ্ত সার মজুত আছে। কিন্তু মাঠে যখন যান, দেখবেন আমাদের কৃষক সার পাচ্ছেন না। বলা হচ্ছে সারের পর্যাপ্ত সংগ্রহ আছে। কিন্তু তালিয়ে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে এটা ভুল কথা’
মেনন ওয়ার্কার্স পার্টির ২১ দফা দাবি উল্লেখ করে বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কৃষকের উৎপাদন প্রাপ্তি ও তাদের অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শামশির।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী ভারত ঘুরে এলেন কিন্তু তিস্তা সমস্যা ঝুলেই রইল। আজ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন। কিন্তু মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান দেখছি না। তিস্তার সমস্যা ঝুলে রইল, একইভাবে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের অনুমতি নিলাম। এখন আনন্দ হচ্ছে যে, কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারব। কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে কি করবে না তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি।’
মেনন বলেন, ‘এখন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সংযোগ স্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনো পর্যন্ত কোনো যৌথ সমীক্ষা করতে পারিনি।’
মন্ত্রীদের সমালোচনা করে মেনন বলেন, ‘তাদের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে বলবে ১৯ লাখ টন খাদ্য আছে। কৃষি মন্ত্রী বলবেন, গুদামে পর্যাপ্ত সার মজুত আছে। কিন্তু মাঠে যখন যান, দেখবেন আমাদের কৃষক সার পাচ্ছেন না। বলা হচ্ছে সারের পর্যাপ্ত সংগ্রহ আছে। কিন্তু তালিয়ে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে এটা ভুল কথা’
মেনন ওয়ার্কার্স পার্টির ২১ দফা দাবি উল্লেখ করে বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কৃষকের উৎপাদন প্রাপ্তি ও তাদের অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শামশির।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৫ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৬ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে