নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'শেখ হাসিনার সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। বিএনপির সরকারবিরোধী অভিযোগ কল্পিত ও চর্বিত চর্বণ। নিয়মিত অসত্য বক্তব্য দেওয়া বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে।' আজ বৃহস্পতিবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়লেও অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিচ্ছে। স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকেও তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।'
সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, 'জনগণ যাদের ওপর আস্থাশীল নয়, তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের চেষ্টা করে। বিএনপি এখন সেটাই করছে। বিএনপির রাজনীতি জনগণনির্ভর নয়, বিদেশি প্রভুদের জোরে রাজনীতি করছে তারা।'
ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায় না। বিএনপিই দেশকে মগের মুল্লুক বানিয়েছিল। শেখ হাসিনার সরকার সেই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।'
রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ ঘটিয়েছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে—এই প্রত্যয় নিয়েই তো বিএনপি দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ ও সুবিধাবাদের চর্চা শুরু করেছিল তারাই।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'শেখ হাসিনার সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। বিএনপির সরকারবিরোধী অভিযোগ কল্পিত ও চর্বিত চর্বণ। নিয়মিত অসত্য বক্তব্য দেওয়া বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে।' আজ বৃহস্পতিবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়লেও অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিচ্ছে। স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকেও তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।'
সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, 'জনগণ যাদের ওপর আস্থাশীল নয়, তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের চেষ্টা করে। বিএনপি এখন সেটাই করছে। বিএনপির রাজনীতি জনগণনির্ভর নয়, বিদেশি প্রভুদের জোরে রাজনীতি করছে তারা।'
ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায় না। বিএনপিই দেশকে মগের মুল্লুক বানিয়েছিল। শেখ হাসিনার সরকার সেই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।'
রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ ঘটিয়েছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে—এই প্রত্যয় নিয়েই তো বিএনপি দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ ও সুবিধাবাদের চর্চা শুরু করেছিল তারাই।'
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
১০ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
১২ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
১৫ ঘণ্টা আগে