আদালতে আওয়ামী লীগের আইনজীবীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৭: ১৯

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তাঁরা এ মিছিল করেন।

ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০-৬০ জন আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তাঁরা মিছিল করতে থাকেন।

আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল চলতে থাকে। মিছিলে থেকে নানান স্লোগান দেওয়া হয়।

মিছিল থেকে আইনজীবী এবং জনতাকে এক হওয়ার আহ্বানও জানানো হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

বেশ কয়েক মিনিট মিছিল করার পর মিছিলকারীরা সবাই এলাকা ত্যাগ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত