নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা এবং জেল-জুলুম দিয়ে আন্দোলন রোধ করা যাবে। বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। শত চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করা যাবে না। আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
শুধু রাজনৈতিক কারণে দেশনেত্রী খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ এবং মিথ্যা মামলা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একই সঙ্গে তাঁর (তারেক রহমান) সহধর্মিণী ডা. জোবাইদা রহমান—যিনি একেবারেই রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু জিয়া পরিবারের বধূ হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে এই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু এসবের পরিণতি কি হবে? মানুষ তো বিএনপিকে চায়। বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি। এত অত্যাচার নির্যাতনের পরেও বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এটাকে রুখবার কোনো উপায় নেই। এটা জনগণের দল। শত চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করা যাবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘জেল দিয়ে কি কখনো আন্দোলন রোধ করা যায়? এ কথা সরকারেরই সবচেয়ে বেশি জানা উচিত। তাদের নেতাদের কি পাকিস্তান রোধ করতে পেরেছিল? পারেনি। এভাবে পারা যায় না। আজকে দুর্ভাগ্য, আওয়ামী লীগ সেই পাকিস্তানি শাসকদের মতোই আচরণ করছে। এটাই সবচেয়ে খারাপ বিষয়।’
জিয়া পরিবার এবং বিএনপির এই সরকারের আতঙ্কে পরিণত হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘গত ১৪ বছর এই দলটিকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য যত রকমের নিপীড়নমূলক, নিবর্তনমূলক আইন, অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা করা যায় আওয়ামী সন্ত্রাসীরা করেছে। ড. জোবাইদা বা আমাদের নেতা তারেক রহমানের নামে যে মামলা, যে মামলার কোনো ভিত্তি নেই, এ সমস্ত মামলা তাদের মূলত বাংলাদেশ থেকে, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র।’
বিএনপির মহাসচিব বলেন, ‘তালিকা করা হয়েছে, কার কার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। এই মামলাগুলোকে ত্বরান্বিত করা এবং রায়ের দিকে এগোচ্ছে। কয়েক দিন আগেই দেখেছি বিএনপির আব্বাস সাহেবের একটা মামলা আবার শুরু হয়েছে যেটা হাইকোর্ট থেকে স্টে করে দেওয়া হয়েছে। সেটাকে আবার চালানোর জন্য আবেদন করা হয়েছে। এই সরকারের টার্গেট একটাই তা হচ্ছে বিএনপিকে নির্মূল করা।’
‘বিএনপিকে নিয়ে মানুষ বিপদে আছে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘এটাতো জনগণ বিচার করবে কাকে নিয়ে মানুষ বিপদে আছে আর কাকে নিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমার কথার দরকার নেই আপনারা দেখছেন পত্র-পত্রিকায় আসছে, বৃদ্ধ একজন, সে বলছে, অবিলম্বে সরকার চলে যাও। একজন রিকশাচালক একজন শ্রমিক বলছে। কতটা অবস্থা খারাপ হলে এভাবে সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ ঘর থেকে বেরিয়ে আসে? এটাই বাস্তবতা।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা এবং জেল-জুলুম দিয়ে আন্দোলন রোধ করা যাবে। বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। শত চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করা যাবে না। আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
শুধু রাজনৈতিক কারণে দেশনেত্রী খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ এবং মিথ্যা মামলা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একই সঙ্গে তাঁর (তারেক রহমান) সহধর্মিণী ডা. জোবাইদা রহমান—যিনি একেবারেই রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু জিয়া পরিবারের বধূ হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে এই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু এসবের পরিণতি কি হবে? মানুষ তো বিএনপিকে চায়। বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি। এত অত্যাচার নির্যাতনের পরেও বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এটাকে রুখবার কোনো উপায় নেই। এটা জনগণের দল। শত চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করা যাবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘জেল দিয়ে কি কখনো আন্দোলন রোধ করা যায়? এ কথা সরকারেরই সবচেয়ে বেশি জানা উচিত। তাদের নেতাদের কি পাকিস্তান রোধ করতে পেরেছিল? পারেনি। এভাবে পারা যায় না। আজকে দুর্ভাগ্য, আওয়ামী লীগ সেই পাকিস্তানি শাসকদের মতোই আচরণ করছে। এটাই সবচেয়ে খারাপ বিষয়।’
জিয়া পরিবার এবং বিএনপির এই সরকারের আতঙ্কে পরিণত হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘গত ১৪ বছর এই দলটিকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য যত রকমের নিপীড়নমূলক, নিবর্তনমূলক আইন, অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা করা যায় আওয়ামী সন্ত্রাসীরা করেছে। ড. জোবাইদা বা আমাদের নেতা তারেক রহমানের নামে যে মামলা, যে মামলার কোনো ভিত্তি নেই, এ সমস্ত মামলা তাদের মূলত বাংলাদেশ থেকে, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা মাত্র।’
বিএনপির মহাসচিব বলেন, ‘তালিকা করা হয়েছে, কার কার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। এই মামলাগুলোকে ত্বরান্বিত করা এবং রায়ের দিকে এগোচ্ছে। কয়েক দিন আগেই দেখেছি বিএনপির আব্বাস সাহেবের একটা মামলা আবার শুরু হয়েছে যেটা হাইকোর্ট থেকে স্টে করে দেওয়া হয়েছে। সেটাকে আবার চালানোর জন্য আবেদন করা হয়েছে। এই সরকারের টার্গেট একটাই তা হচ্ছে বিএনপিকে নির্মূল করা।’
‘বিএনপিকে নিয়ে মানুষ বিপদে আছে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘এটাতো জনগণ বিচার করবে কাকে নিয়ে মানুষ বিপদে আছে আর কাকে নিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমার কথার দরকার নেই আপনারা দেখছেন পত্র-পত্রিকায় আসছে, বৃদ্ধ একজন, সে বলছে, অবিলম্বে সরকার চলে যাও। একজন রিকশাচালক একজন শ্রমিক বলছে। কতটা অবস্থা খারাপ হলে এভাবে সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ ঘর থেকে বেরিয়ে আসে? এটাই বাস্তবতা।’
প্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
৪৪ মিনিট আগেসংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
৩ ঘণ্টা আগেসংবিধান সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এ জন্য আজ মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সঙ্গে দেখা করবে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
১৫ ঘণ্টা আগে