আওয়ামী লীগের হাত ধরেই দেশের সব বড় অর্জন: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫: ৫৬
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬: ২৪

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাত ধরেই দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রসহ বড় বড় অর্জন আমরা পেয়েছি।’

আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেই দলের নেতৃত্বে আমরা উন্নয়ন এবং বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছি, সেই দলের প্রার্থী হিসেবে আমি যেই সম্মান এবং সুযোগ পেয়েছি, সে কারণে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।’

দীপু মনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকার জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে বারবার তাঁদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আমি চতুর্থবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের অসংখ্য নেতা-কর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।জয় সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ নৌকার ওপর আস্থা রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে এবং এই আসনে গত ১৫ বছরে যেই উন্নয়ন পেয়েছে তার ওপরে আস্থা রেখেই তারা নৌকাকে বিজয়ী করবে।’

এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত