নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বর্তমান বাস্তবতায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের বলেন, ‘নিরক্ষরতার জন্য নির্বাচনে যে দেশে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। এমন বাস্তবতায় ইভিএম এ ভোট নেওয়া যুক্তিযুক্ত হবে না।’
জি এম কাদের বলেন, ‘ইভিএম এর নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে ফলাফল দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি হচ্ছে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’
‘দেশে গণতন্ত্র নেই এবং একদলীয় স্বৈরশাসন চালু হয়েছে’ অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এভাবে চলতে পারে না, বাঁচতে হলে লড়তে হবে।’
ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পরবর্তী মতো বিনিময় সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারও সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’
সভাপতির বক্তৃতায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) বিরোধী দল দেখেন না। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধী দল আছে কি নেই।’
মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের সঞ্চালনায় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বর্তমান বাস্তবতায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জি এম কাদের বলেন, ‘নিরক্ষরতার জন্য নির্বাচনে যে দেশে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়, সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। এমন বাস্তবতায় ইভিএম এ ভোট নেওয়া যুক্তিযুক্ত হবে না।’
জি এম কাদের বলেন, ‘ইভিএম এর নির্বাচনে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কারণ ব্যালট পেপার থাকে না। ভোটিং মেশিন যে ফলাফল দেবে, তাই ঘোষণা হবে। বিষয়টি হচ্ছে, দেশের মানুষকে চাঁদে পাঠাতে চাচ্ছে সরকার কিন্তু সেখানে বসবাসের পরিবেশ সৃষ্টি হয়নি।’
‘দেশে গণতন্ত্র নেই এবং একদলীয় স্বৈরশাসন চালু হয়েছে’ অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এভাবে চলতে পারে না, বাঁচতে হলে লড়তে হবে।’
ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পরবর্তী মতো বিনিময় সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে জাতীয় পার্টি কারও সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’
সভাপতির বক্তৃতায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে সফল হবে না।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) বিরোধী দল দেখেন না। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন দেশে বিরোধী দল আছে কি নেই।’
মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের সঞ্চালনায় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশে নারী নেতৃত্ব তৈরিতে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন এখন আর কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, ইলেকটোরাল প্রক্রিয়ার মাধ্যমে নারীদের রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পথ খুঁজতে হবে। আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক ন
২ ঘণ্টা আগে১৪ জুলাইয়ের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছিল, যেখানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। জাতীয় নাগরিক পার্টির নেতা সামান্তা শারমীন বলেন, এই আন্দোলন আওয়ামী লীগের ‘রাজাকার ন্যারেটিভ’ ভেঙে দিয়েছে এবং নারীদের নেতৃত্বকে সামনে এনেছে। গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা জাতির মধ্যে একতার প্রয়োজনীয়তা তৈরি
৩ ঘণ্টা আগে৫ আগস্টের বিপ্লবে আমাদের তরুণেরা তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে
৫ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিচারহীনতার সংস্কৃতি উদ্বেগজনক। এভাবে উগ্র গোষ্ঠীর উসকানিতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
৬ ঘণ্টা আগে