নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ডামি বা বিকল্প প্রার্থী হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এই নির্দেশনার পর প্রায় সব আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ফ্রি স্টাইলে হবে না। আমরা দেখি কারা কারা চাইছে। এর মধ্যে আমাদেরও একটা সিদ্ধান্ত আছে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।
এতে তৃণমূলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না—এমন প্রশ্নে কাদের বলেন, ‘নির্বাচন ফ্রি স্টাইলে হবে না। আমরা দেখি কারা কারা চাইছে। এর মধ্যে আমাদেরও একটা সিদ্ধান্ত আছে। আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে। সে সিদ্ধান্তের জন্য ১৭ তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যেই আমরা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, সংযোজন, একোমোডেশন সবকিছু করতে পারি।’
বিএনপির কারা নির্বাচনে আসছে তা দেখে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচন জোটবদ্ধভাবে হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কারা কারা প্রার্থী সেটা আমরা দেখি। আমাদের হাতে কিন্তু সময় আছ। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যে আমরা অবজার্ভ করবো, মনিটর করব, অ্যাডজাস্টমেন্ট করবো, একোমোডেশন করবো। ডামি প্রার্থীর ব্যাপারেও বিষয়টা এ রকম ১৭ তারিখের মধ্যে সবকিছু ফাইনালাইজড হয়ে যাবে।’
জোটের সঙ্গে সমঝোতা হলে কি করবেন—এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ৩০০ আসনেই নৌকা দেব। অ্যাডজাস্টমেন্ট যখন হবে তখন ছেড়ে দেব। কোনো অসুবিধা নেই।’
আওয়ামী লীগ একেক আসনে একেক কৌশলে যাবে কি না—এমন প্রশ্নে কাদের বলেন, ‘দলের কৌশল তো থাকবেই। আমাদের কৌশলগত দিক তো থাকবেই। তবে বিএনপিকে আনার কৌশল আমাদের নেই। তারা আসলে আমাদের আপত্তি নেই। তারা আসলে স্বাগতম।’
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ডামি বা বিকল্প প্রার্থী হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এই নির্দেশনার পর প্রায় সব আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ফ্রি স্টাইলে হবে না। আমরা দেখি কারা কারা চাইছে। এর মধ্যে আমাদেরও একটা সিদ্ধান্ত আছে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।
এতে তৃণমূলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না—এমন প্রশ্নে কাদের বলেন, ‘নির্বাচন ফ্রি স্টাইলে হবে না। আমরা দেখি কারা কারা চাইছে। এর মধ্যে আমাদেরও একটা সিদ্ধান্ত আছে। আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে। সে সিদ্ধান্তের জন্য ১৭ তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যেই আমরা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, সংযোজন, একোমোডেশন সবকিছু করতে পারি।’
বিএনপির কারা নির্বাচনে আসছে তা দেখে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচন জোটবদ্ধভাবে হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কারা কারা প্রার্থী সেটা আমরা দেখি। আমাদের হাতে কিন্তু সময় আছ। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যে আমরা অবজার্ভ করবো, মনিটর করব, অ্যাডজাস্টমেন্ট করবো, একোমোডেশন করবো। ডামি প্রার্থীর ব্যাপারেও বিষয়টা এ রকম ১৭ তারিখের মধ্যে সবকিছু ফাইনালাইজড হয়ে যাবে।’
জোটের সঙ্গে সমঝোতা হলে কি করবেন—এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ৩০০ আসনেই নৌকা দেব। অ্যাডজাস্টমেন্ট যখন হবে তখন ছেড়ে দেব। কোনো অসুবিধা নেই।’
আওয়ামী লীগ একেক আসনে একেক কৌশলে যাবে কি না—এমন প্রশ্নে কাদের বলেন, ‘দলের কৌশল তো থাকবেই। আমাদের কৌশলগত দিক তো থাকবেই। তবে বিএনপিকে আনার কৌশল আমাদের নেই। তারা আসলে আমাদের আপত্তি নেই। তারা আসলে স্বাগতম।’
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১৬ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১ দিন আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২ দিন আগে