Ajker Patrika

কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪: ০১
কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করা হবে। 

আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কমিটির সদস্যসচিব আব্দুস সালাম উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ বলেন, ‘১৯৭১-এ রাজনৈতিক নেতাদের কাছ থেকে দেশের মানুষ দিকনির্দেশনা চেয়ে পায়নি। তাঁদের অধিকাংশই পালিয়ে গিয়েছিলেন। আর অবশিষ্ট যাঁরা ছিলেন, তাঁরা সাহস পাননি। এই বাস্তবতায় ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। বর্তমান সরকার ইতিহাসের সত্যকে অস্বীকার করতে চায়। তারা এই সত্য বেমালুম ভুলে গিয়ে নিজেদের মনগড়া ইতিহাস রচনা করছে।’ 

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ২৭ মার্চ দুপুর ২টায় কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য, সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত