নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ভয়ানক পরিকল্পনা করছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ফেলানী হত্যা দিবস উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আয়োজনে ‘সীমান্তে বিএসএফের গুলি থামবে কবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ সরকারি বেতন-ভাতায় চাকরি করার পর অবসরে গেলে তিন বছরের মধ্যে কেউ রাজনীতিতে আসতে পারেন না। এইচ টি ইমাম মারা যাওয়ায় তাঁর জায়গায় এমন একজনকে সরকার নিয়োগ দিচ্ছে, যিনি কয়েক দিন আগেও মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। যিনি চাইলেই মন্ত্রিপরিষদ সচিব এবং ওসি সাহেবদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। এটাই প্রমাণ করে, সরকার নির্বাচন নিয়ে একটা ভয়ানক পরিকল্পনা করছে।’
এবার আর দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ভোরবেলায় ৬০-৭০ ভাগ ভোট হবে, ওসি ও আমলাদের দিয়ে। বাকি ৩০ ভাগ হবে সকাল নয়টার পর। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
সরকারকে আগামী নির্বাচনে প্রতিহত করতে বিরোধী দলগুলোকে লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিরোধী দলগুলো বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। এটা বললেই তো হলো না। সরকার তো নির্বাচন করে যাবে। এটাকে প্রতিহত করতে হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের চক্রান্ত যাতে কার্যকর করতে না পারে, তারা যেন সারা রাত ভোটকেন্দ্র পাহারা দিতে পারে।’
সরকার একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি না বানিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে সম্পৃক্ত একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছে, এমন দাবিও করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের কিছুটা হলেও বিবেক থাকে। কিন্তু আমলাদের কোনো বিবেক থাকে না। তাঁরা সরকারের দালালি করে বেঁচে থাকেন। লাভের আশায় আমলারা সরকারের খাদেমদারি করতে থাকেন।’
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ফেলানী হত্যার প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনের সামনের রাস্তাটি ফেলানীর নামে নামকরণের জন্য ঢাকা উত্তরের মেয়রের প্রতি জাফরুল্লাহ চৌধুরী আহ্বান জানান। এ ছাড়া ভারতে লক্ষাধিক রোহিঙ্গাকে পাঠানোর জন্যও সরকারকে পরামর্শ দেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বক্তৃতা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ভয়ানক পরিকল্পনা করছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ফেলানী হত্যা দিবস উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আয়োজনে ‘সীমান্তে বিএসএফের গুলি থামবে কবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ সরকারি বেতন-ভাতায় চাকরি করার পর অবসরে গেলে তিন বছরের মধ্যে কেউ রাজনীতিতে আসতে পারেন না। এইচ টি ইমাম মারা যাওয়ায় তাঁর জায়গায় এমন একজনকে সরকার নিয়োগ দিচ্ছে, যিনি কয়েক দিন আগেও মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। যিনি চাইলেই মন্ত্রিপরিষদ সচিব এবং ওসি সাহেবদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। এটাই প্রমাণ করে, সরকার নির্বাচন নিয়ে একটা ভয়ানক পরিকল্পনা করছে।’
এবার আর দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ভোরবেলায় ৬০-৭০ ভাগ ভোট হবে, ওসি ও আমলাদের দিয়ে। বাকি ৩০ ভাগ হবে সকাল নয়টার পর। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
সরকারকে আগামী নির্বাচনে প্রতিহত করতে বিরোধী দলগুলোকে লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিরোধী দলগুলো বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। এটা বললেই তো হলো না। সরকার তো নির্বাচন করে যাবে। এটাকে প্রতিহত করতে হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের চক্রান্ত যাতে কার্যকর করতে না পারে, তারা যেন সারা রাত ভোটকেন্দ্র পাহারা দিতে পারে।’
সরকার একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি না বানিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে সম্পৃক্ত একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছে, এমন দাবিও করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের কিছুটা হলেও বিবেক থাকে। কিন্তু আমলাদের কোনো বিবেক থাকে না। তাঁরা সরকারের দালালি করে বেঁচে থাকেন। লাভের আশায় আমলারা সরকারের খাদেমদারি করতে থাকেন।’
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ফেলানী হত্যার প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনের সামনের রাস্তাটি ফেলানীর নামে নামকরণের জন্য ঢাকা উত্তরের মেয়রের প্রতি জাফরুল্লাহ চৌধুরী আহ্বান জানান। এ ছাড়া ভারতে লক্ষাধিক রোহিঙ্গাকে পাঠানোর জন্যও সরকারকে পরামর্শ দেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বক্তৃতা করেন।
বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক কর্মসূচিতে এ দাবি জানিয়েছে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো এই রাজনীতি করা হয়, তাহল
১৫ ঘণ্টা আগেক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
২১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১ দিন আগে