Ajker Patrika

খালেদার মুক্তিতে আইন নয়, সরকারই বাধা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদার মুক্তিতে আইন নয়, সরকারই বাধা: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার পথে আইন কোনো বাধা নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির পথে সরকারই বাধা বলে অভিযোগ করেছেন তিনি। 

আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে মৌন মিছিল শেষে এ সমাবেশের আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার পথে বাধা আইন নয়। বাধা হচ্ছে এই অবৈধ সরকার। তারা আজকে বাংলাদেশের গণতন্ত্রের মূল কণ্ঠ বেগম খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়। তারা তাঁকে কথা বলতে দিতে চায় না, তাঁকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’ 

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে মহিলা দলের নেতা–কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমাদের জীবন বাজি রেখে লড়াই করতে হবে। একাত্তরে আমরা যেভাবে লড়াই করেছি, আমাদের মা-বোনেরা যেভাবে সংগ্রাম করেছে, সেইভাবে সংগ্রাম করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’ 

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত